বুধবার ২৯ মার্চ ২০২৩ ১৫ই চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ

বীরগঞ্জে ব্রাক পল্লিসমাজের উদ্যোগে কোরআন শিক্ষা

মোঃ মোস্তফা কামাল,বীরগঞ্জ দিনাজপুর প্রতিনিধি : বীরগঞ্জে ব্রাক পল্লিসমাজের সদস্যগণের উদ্যোগে কোরআন শিক্ষা দান চলছে৷

গত ২৭ ফ্রেব্রুয়ারী হতে ভোগনগর ইউনিয়নের সরকার পাড়া গ্রামে ব্রাক পল্লিসমাজের উদ্যোগে কোরআন প্রশিক্ষন চলছে৷

উপজেলার অত্যন্ত দরিদ্র ও জনবসতিপুর্ন গ্রাম সরকার পাড়া৷ অভাব অনটন তাদেরকে যে ভাবে গ্রাস করেছে বাইরের জগত্ সর্ম্পকে জানা তো দুরের কথা, ধর্মীয় শিক্ষা গ্রহন করার আগ্রহও লোপ পেয়েছে৷ এমনি সঙ্কটাপন্ন অবস্থায় পল্লী সমাজের সদস্যগনের মনে ধর্মীয় অনুভুতির আবির্ভাব হয়৷ সেই লেশ ধরে সকল সদস্য সম্মিলিত হয়ে কোরান শিক্ষার ক্লাস শুরু করার সিদ্ধান্ত নেয়৷

শিক্ষিকা শিরিন আক্তারের মাধ্যমে নিয়মিত ক্লাস করে তারা ইহকাল ও পরকালের অনেক কিছুর ব্যাপারে ঞ্জান অর্জন করে চলেছে৷

 

পরবর্তিতে গ্রামের অন্যান্যদের কোরআন শিক্ষার ব্যাপারে উত্সাহিত করে যাচ্ছে, যার কারনে গ্রামের অনেক লোক কোরআন শিক্ষার আসরে যোগদান করেছে এবং আরো অনেকে যোগদানের আগ্রহ প্রকাশ করছে৷