
মোঃ মীর কাসেম লালু : বীরগঞ্জে গত রবিবার ব্রি-ধান ৬২ কর্তন একরে ৫২ মন ধান উৎপাদন কৃষকদের মাঝে ব্যাপক সারা জাগিয়েছে।
আরডিআরএস বাংলাদেশ দিনাজপুর ইউনিটের আয়োজনে উপজেলার মোহনপুর ইউনিয়নের প্রধান চকদফর সরকারী প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গনে আয়োজিত কৃষক মাঠ দিবস অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে হিসেবে বক্তব্য রাখেন খামারবাড়ী দিনাজপুরের উপ-পরিচালক মো: আব্দুল হান্নান। কৃষক মিলনের ব্রি-৬২ধান (জিংক সমৃদ্ধ প্রোটিন যুক্ত) কর্তন কৃষক মাঠ দিবস অনুষ্ঠানে ইউপি সদস্য মো: রমজান আলীর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাথেন অতিরিক্ত উপ-পরিচালক নিখিল চন্দ্র বিশ্বাস (পিপি), উপজেলা কৃষি অফিসার ড.আবুল কালাম আজাদ, কৃষি সম্প্রসারন অফিসার মো: মোসত্মাফিজুর রহমান ও স্থানীয় কৃষকগন। একরে ৬২ মন ব্রি-৬২ধান উৎপাদন হওয়ায় কৃষকদের আগ্রহ সৃষ্টিসহ ব্যাপক সারা জাগিয়েছে।