রবিবার ১ অক্টোবর ২০২৩ ১৬ই আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ

বীরগঞ্জে ভিজিএফ চাউল বিতরনে ঘাপলা চেয়ারম্যান অবরুদ্ধ।পরিষদের গুদামে তালা ঝুলিয়েছে মেম্বাররা

মোঃ আবেদ আলী, বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধিঃ বীরগঞ্জে গত শক্রবার ভিজিএফ চাউল বিতরনে ঘাপলার কারনে চেয়ারম্যান অবরুদ্ধ। ইউিনয়ন পরিষদের গুদামে তালা দিয়েছে ৫ইউপি সদস্য । জনতার হাতে গনধোলাইয়ের শিকার হয়েছে ইউপি সদস্য বিষ্টু চন্দ্র রায়।

উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের চেয়ারম্যান মো: ওহেদুজ্জামান বাদশা জানান অতিতে ইউপি সদস্যরা ভোক্তাদের ভিজিএফ চাউল কম দেওয়ার অভিযোগের প্রেক্ষিতে আমি নিজেই পরিষদের ৩জন মহিলা ও ৪জন পুরুষ সদস্যকে সাথে নিয়ে, ইউপি সদস্য-সদস্যা, চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান, উপজেলা চেয়ারম্যান ও সংসদ সদস্যের মনোনিত ১হাজার ৬৮০ জনের মাঝে বিতরনকালে ২৫জন দু:স্থ্য অনুপস্থিত থাকে। অনুপস্থিত দু:স্থদের মাঝে চাউল শুক্রবার বিতরনের জন্য পুজা মন্ডব থেকে মাইকিং করা হয়। এ ঘটনায় কতিপয় ইউপি সদস্য গুদামে রাতেই তালা ঝুলিয়ে দেয়। শুক্রবার সকালে বাদপড়া দু:স্থদের মাঝে চাউল বিতরনের সময় ৪/৫ জন অধিকার বঞ্চিত মেম্বার কিছু লোকজন এনে বিতরন কাজ বন্ধ করে দেয়। এ সময় চেয়ারম্যানের পক্ষ নেওয়ায় ইউপি সদস্য বিষ্টু চন্দ্র রায়কে ইউপি সদস্য মালেকের নির্দেশে জনতা গনধোলাই দিয়েছে। ইউপি সদস্য আব্দুল মালেক, মিজানুর রহমান ও বাবুল হোসেন অভিযোগ করেন প্রত্যেককে দেড়-দুই কেজি চাউল ওজনে কম দিয়েছে। চেয়ারম্যান মহিলা ইউপি সদস্যাদের ৫০কেজি হারে ও গ্রাম পুলিশদের ২০কেজি হারে ভিজিএফ চাউল প্রদান করেন। অবশিষ্ট চাউল বিক্রি করে একাই সমুদয় অর্থ আত্মসাত চেষ্টা করেছে। এ সংবাদ লেখা পর্যন্ত ভিজিএফ চাউল বিতরন কাজ বন্ধ রয়েছে।

Spread the love