মোঃ আবেদ আলী, বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধিঃ বীরগঞ্জে গত শক্রবার ভিজিএফ চাউল বিতরনে ঘাপলার কারনে চেয়ারম্যান অবরুদ্ধ। ইউিনয়ন পরিষদের গুদামে তালা দিয়েছে ৫ইউপি সদস্য । জনতার হাতে গনধোলাইয়ের শিকার হয়েছে ইউপি সদস্য বিষ্টু চন্দ্র রায়।
উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের চেয়ারম্যান মো: ওহেদুজ্জামান বাদশা জানান অতিতে ইউপি সদস্যরা ভোক্তাদের ভিজিএফ চাউল কম দেওয়ার অভিযোগের প্রেক্ষিতে আমি নিজেই পরিষদের ৩জন মহিলা ও ৪জন পুরুষ সদস্যকে সাথে নিয়ে, ইউপি সদস্য-সদস্যা, চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান, উপজেলা চেয়ারম্যান ও সংসদ সদস্যের মনোনিত ১হাজার ৬৮০ জনের মাঝে বিতরনকালে ২৫জন দু:স্থ্য অনুপস্থিত থাকে। অনুপস্থিত দু:স্থদের মাঝে চাউল শুক্রবার বিতরনের জন্য পুজা মন্ডব থেকে মাইকিং করা হয়। এ ঘটনায় কতিপয় ইউপি সদস্য গুদামে রাতেই তালা ঝুলিয়ে দেয়। শুক্রবার সকালে বাদপড়া দু:স্থদের মাঝে চাউল বিতরনের সময় ৪/৫ জন অধিকার বঞ্চিত মেম্বার কিছু লোকজন এনে বিতরন কাজ বন্ধ করে দেয়। এ সময় চেয়ারম্যানের পক্ষ নেওয়ায় ইউপি সদস্য বিষ্টু চন্দ্র রায়কে ইউপি সদস্য মালেকের নির্দেশে জনতা গনধোলাই দিয়েছে। ইউপি সদস্য আব্দুল মালেক, মিজানুর রহমান ও বাবুল হোসেন অভিযোগ করেন প্রত্যেককে দেড়-দুই কেজি চাউল ওজনে কম দিয়েছে। চেয়ারম্যান মহিলা ইউপি সদস্যাদের ৫০কেজি হারে ও গ্রাম পুলিশদের ২০কেজি হারে ভিজিএফ চাউল প্রদান করেন। অবশিষ্ট চাউল বিক্রি করে একাই সমুদয় অর্থ আত্মসাত চেষ্টা করেছে। এ সংবাদ লেখা পর্যন্ত ভিজিএফ চাউল বিতরন কাজ বন্ধ রয়েছে।