মোঃ আবেদ আলী, বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধিঃ বীরগঞ্জে গতকাল ভূমিহীদের সাথে উপজেলা চেয়ারম্যানের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা পরিষদ মিলনায়তনে ইনসিডিন বাংলাদেশ-এর আয়োজনে মানুষের জন্য ফাউন্ডেশনের সহযোগিতায় খাস জমিতে নারী অধিকার ও ল্যান্ড ব্যাংক বিষয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। কৃষক নেতা আব্দুল হক সরকারের সভাপতিত্বে মূল পতিপাদ্য উপস্থাপন করেন ইনসিডিন বাংলাদেশ-এর এ্যাডভোকেসী চীফ মোঃ নাসিমূল আহশান। মতবিনিময়কালে মূল্যবান মতামত ব্যাক্ত করে বক্তব্য রাখেন উপজেল চেয়ারম্যানের মোঃ আমিনুল ইসলাম। এ সময় বীরগঞ্জ প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি মোঃ আবেদ আলী, ভূমিহীন নেতা সোলায়মান আলী, ইনসিডিন বাংলাদেশ-এর আঞ্চলিক সমন্বয়কারী বখতিয়ার হোসেন শিশির, গবেষনা কর্মকর্তা মন্টি দেওয়ান ও মনিরুল ইসলাম, স্থানীয় ভূমিহীন নারী পার্বতী রানী দাস, সুশিলা রানী রায়, মায়া রানী দাস, গনেশ চন্দ্র দাস, নরেন চন্দ্র দাস, হোসেন আলী, আলাল উদ্দিন, বাবুল হোসেন, চাইনুল হক, দুলাল মিঞা, জাহাঙ্গীর আলম রাজু আহাম্মেদ ও এসএম সোলায়মান প্রমুখ। মতবিনিময় সভায় বক্তাগন সরকারী খাস জমিতে ভূমিহীন নারীর অধিকার প্রতিষ্ঠার জোর দাবী জানান ও ল্যান্ড ব্যাংক প্রতিষ্ঠায় তীব্র বিরোধিতা করে জানান প্রয়োজনে দেশের কৃষি জনশক্তি ব্যবহার করে বর্হিবিশ্বে জমি লিজ নিয়ে বৈজ্ঞানিক প্রযুক্তিতে প্রয়োজনীয় খাদ্য উপাদনের পরামর্শ প্রদান করেন।