মঙ্গলবার ৩০ মে ২০২৩ ১৬ই জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ

বীরগঞ্জে ভোট না দেয়া সন্দেহে ৩ ভোটারকে পিটিয়ে আহত করেছে পিযুষ মেম্বার

মোঃ আবেদ আলী, বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধিঃ বীরগঞ্জে ভোট না দেয়া সন্দেহে পিযুষ রায় মেম্বার ও তার সর্মথকরা ৩ ভোটারকে পিটিয়ে আহত করেছে এলাকায় উত্তেজনা বিরাজ করছে।

উপজেলার মরিচা ইউনিয়নে ৭নং-ওয়ার্ডের ইউপি সদস্য পিযুষ চন্দ্র রায় শপথ গ্রহন করে খ্রিতিশের দোকানে একই ইউনিয়নের সদস্য মোজাম্মেল হক ও মফিজুল ইসলাম গত মঙ্গলবার বিকেলে চা-পান করাকালে ভোটারদের গালাগালি করে। ওই সময় একই ওয়ার্ডের মহাদেবপুর গ্রামের খিজির উদ্দিনের ছেলে মজিবর রহমান প্রতিবাদ করে জানান, বিজয়ী প্রার্থীকে মনে করতে হয় সকলেই ভোট দিয়েছে । এই কথা শুনে ক্ষিপ্ত হয়ে পিযুষ মেম্বার ও তার সমর্থকরা মজিবরকে মারপিট করে। একই গ্রামের ভোটার মৃত আক্কাস আলীর ছেলে নুর ইসলাম (৫৮) ও চৌপুকুরিয়া গ্রামের আব্দুর রহমানের ছেলে মোহাম্মদ আলীর ছেলে মোহাম্মদ আলী (৩২) তাকে বাচাঁতে ঘটনাস্থলে ছুটে গেলে তাদেরকেও পিটিয়ে আহত করে। স্থানীয় লোকজন আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপে­ক্সে ভর্তি করেছে। আহতদের স্বজনরা ও পিযুষ মেম্বারের সমর্থকরা মারমুখি অবস্থান নেয়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে উত্তেজিত পরিস্থিতি নিয়ন্ত্রন করে। সংবাদ পেয়ে সরেজমিনে গিয়ে মহিলা ইউপি সদস্য আলেমা খাতুন, জয়নাল আবেদীন, মোজাহারুল, রুবেল ইসলাম, নুর জামাল ও ইসলাম হোসেনের সাথে সাক্ষাত করা হলে তারা প্রতিবেদককে জানান, ভোট না দেয়া সন্দেহে কথা কাটাকাটির এক পর্যায়ে মারপিট করেছে মেম্বার। মরিচা ইউপি চেয়ারম্যান আতাহরুল ইসলাম চৌধুরী হেলাল রাতে অপর ৮জন মেম্বারসহ ঘটনাস্থলে গিয়ে বিচারের আশ্বাস দিয়ে উভয় পক্ষকে সান্তনা দেন।  ওসি মোঃ জাহাঙ্গীর হোসেন সংবাদের সত্যতা নিশ্চিত করে জানান, কোন পক্ষই অভিযোগ দেয়নি। ইউপি চেয়ারম্যান হেলাল চৌঃ বিষয়টি আপোষ-মিমাংসা করার চেষ্টা করছেন।