
বীরগঞ্জ প্রতিনিধি: বীরগঞ্জে গত বুধবার সন্ধ্যায় ভ্রাম্যমান আদালত পরিচালনা করে বিভিন্ন ব্যবসায়ী এবং ব্যবসা প্রতিষ্ঠানের নিকট হতে ৩২ হাজার টাকা জরিমানা করেছে।
উপজেলা নির্বাহী অফিসার এবং নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোঃ আবু জাফর বীরগঞ্জ থানার এসআই বিশ্বনাথ দাশ গুপ্ত সহ একদল পুলিশের সহযোগিতায় সন্ধ্যায় ভ্রাম্যমান আদালত পরিচালনা করে পৌর শহরের হাটে একজন মাংস বিক্রেতার বাটখারা পরিমাপ কম থাকায় ১ হাজার, মেয়াদ উত্তীর্ণ ঔষধ থাকায় ঔষধ বিতানকে ১০ হাজার টাকা, হোটেলের নোংরা পরিবেশের কারণে ভাই ভাই হোটেলকে ১ হাজার টাকা, আশা হোটেলকে ১০ হাজার টাকা, সাধনা হোটেলকে ১০ হাজার টাকা সহ ৩২ হাজার টাকা জরিমানা আদায় করেছে।