
বীরগঞ্জ প্রতিদিন : বীরগঞ্জে শুক্রবার বিকেলে বিভিন্ন ব্যবসায়ী এবং ব্যবসা প্রতিষ্ঠানের নিকট হতে ১১হাজার ৫শত টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত পরিচালনা।
উপজেলা নির্বাহী অফিসার এবং নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোঃ আবু জাফর বীরগঞ্জ থানার এসআই সুশান্ত কুমার সরকার সহ একদল পুলিশের সহযোগিতায় বিকেলে উপজেলার মরিচা ইউনিয়নের গোলাপগঞ্জ বাজারে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে মেয়াদ উত্তীর্ণ ঔষধ থাকায় ভাই ভাই ফার্ম্মেসীকে ২হাজার টাকা, হোটেলের নোংরা পরিবেশের কারণে উত্তম হোটেলকে ১ হাজার টাকা, গৌতম হোটেলকে ৩ হাজার টাকা, সার ও কীটনাশক ব্যবসা প্রতিষ্ঠান মোজাম্মেল ট্রেডার্সকে ৫হাজার টাকা এবং পৌর শহরের বিপ্লব পান দোকান মালিককে ৫শত টাকা সহ ১১হাজার ৫শত টাকা জরিমানা আদায় করেছে।