বুধবার ২৯ নভেম্বর ২০২৩ ১৪ই অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ

বীরগঞ্জে মনি স্যার স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে

B Foot-02বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধিঃ বীরগঞ্জে গত বুধবার মনি স্যার স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।

 

বীরগঞ্জ সরকারী পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে পাবলিক লাইব্রেরীর আয়োজনে গত ২৩ সেপ্টম্বর উদ্বোধন করা হয়। খেলায় ৮টি দল অংশগ্রহণ করে।

 

বুধবার ফাইনাল খেলায় অংশগ্রহণ করে বীরগঞ্জ খেলোয়াড় কল্যাণ সমিতি বনাম ফুটবল একাডেমী সৈয়দপুর।

B Foot-01

খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিনাজপুর-১ (বীরগঞ্জ-কাহারোল) নির্বাচনী এলাকার জাতীয় সংসদ সদস্য মনোরঞ্জন শীল গোপাল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান মোঃ আমিনুল ইসলাম, বীরগঞ্জ ডিগ্রী কলেজের অধ্যক্ষ খয়রুল ইসলাম চৌধুরী ও বিশেষ অতিথি উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব মোঃ জাকারিয়া জাকা।

 

এ সময় স্বর্গীয় মনিন্দ্র নাথ সাহা (মনি স্যার) এর সহধর্মীনী তপতি সাহা, প্রয়াত স্বজনের পিতা মোঃ আব্দুস সামাদ, প্রয়াত সোহেলের ছোট ভাই কেন্দ্রিয় ছাত্রলীগের সহ-সম্পাদক মোঃ আবু হুসাইন বিপু।

 

খেলায় ট্রাইব্রেকারে বীরগঞ্জ খেলোয়াড় কল্যাণ সমিতি ৪-৩ গোলে ফুটবল একাডেমী সৈয়দপুরকে পরাজিত করে।

 

কয়েক হাজার দর্শক উপস্থিত থেকে ফাইনালটি খেলা উপভোগ করেন।

Spread the love