মঙ্গলবার ১২ ডিসেম্বর ২০২৩ ২৭শে অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ

বীরগঞ্জে মসজিদে ঢুকে মোয়াজিনকে পিটিয়ে আহত করেছে সন্ত্রাসীরা

মোঃ আবেদ আলী, বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধিঃ বীরগঞ্জের গত মঙ্গলবার দিঘল পৌহুড়া পশ্চিমপাড়া জামে মসজিদে ঢুকে মোয়াজিনকে পিটিয়ে আহত করেছে সন্ত্রাসীরা। উপজেলার মরিচা ইউনিয়নের দিঘল পৌহুড়া পশ্চিমপাড়া জামে মসজিদের সম্পত্তি নিয়ে ও পার্শ্ববর্তী কুয়েতী মসজিদ কমিটির সাথে দ্বন্ধ চলে আসছিল। ঘটনার দিন মসজিদের মোয়াজিন রেজাউল ইসলাম ইফতার ও মাগরিবের আজান দেওয়ার সময় পূর্ব শত্রুতার কারনে একই এলাকার মতিয়ার, জবেদ আলী বৈশাগু, পমির উদ্দিন, খোরসেদ ও হাফিজ একযোগে মসজিদে ঢুকে মোয়াজ্জিনকে পিটিয়ে আহত করে পালিয়ে যায়। আহত মোয়াজ্জিনের চিৎকারে মুসুলি­ হাফেজ জুনাইদ আহম্মেদ, মিলন ইসলাম, মসলেম, আমিনুল তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপে­ক্সে ভর্তি করা হয়েছে। সংবাদ পেয়ে হাসপাতালে গেলে আহত মোয়াজ্জিন জানান, কয়েকদিন আগে সন্ত্রাসীরা রাস্তায় আটক করে মসজিদে আজান দিতে নিষেধ করে। আমি নিষেধ করে উপেক্ষা করে আযান দেওয়ায় তারা ক্ষিপ্ত হয়ে মসজিদে আযান দেওয়ার সময় মারপিট করেছে। উলে­খিত ঘটনায় থানায় মামলা দায়েরের প্রত্তুতি চলছিল।

Spread the love