রবিবার ১০ ডিসেম্বর ২০২৩ ২৫শে অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ

বীরগঞ্জে মহিলাদের ৫লক্ষাধিক সঞ্চয় নিয়ে প্রতারনা

মোঃ আবেদ আলী, বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধিঃ বীরগঞ্জে হায়-হায় কোম্পানী দুস্থ: মহিলাদের ৫লক্ষাধিক সঞ্চয় নিয়ে প্রতারনা করায় মামলা দায়ের করা হয়েছে।

বীরগঞ্জ থানা সুত্রে জানা গেছে, উপজেলার নিজপাড়া ইউনিয়নের চকবানারশী গ্রামের আইনুল, রউফ, সামাদ একই ইউনিয়নের জগদিশপুর গ্রামের ইসমাইল এলাকার মহিলাদের প্রত্যেককে (সৌদি আরব সহ মধ্যপ্রাচের যাকাত ও ফেতরার) ৭হাজার টাকা দেওয়ার প্রলোভন দেখিয়ে গত জানুয়ারী মাস থেকে ৭শত হারে ৭৫০জন দুঃস্থ মহিলার নিকট থেকে ৫লক্ষ ২৫ হাজার টাকা আদায় করে প্রতারনার আশ্রয় নিয়েছে। গত ১৭ অক্টোবর বিকেলে আইনুলের বাড়ীতে ৪জন প্রতারককে আইনুলের বাড়ীতে একস্থানে পেয়ে চকবানারশী গ্রামের জরিনা বেগমের নেতৃত্বে ৩০জন মহিলা তাদের সঞ্চিত টাকা ফেরৎ চাইলে তারা টাকা দিতে অস্বীকার করে। এ ঘটনায় জরিনা বাদী হয়ে ২০অক্টোবর দন্ডবিধি আইনের ৪০৬, ৪১৭ ও ৩৪ ধারায় দিনাজপুর জেলা জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আমলী আদালত-২ (বীরগঞ্জ) মামলা দায়ের করেছে। বিজ্ঞ বিচারক মামলা গ্রহন করে আইনগত ব্যবস্থা গ্রহনের জন্য অফিসার্স ইনচার্জকে নিদের্শ দিয়েছেন। এ সংবাদ লেখা পর্যন্ত পুলিশ কাউকে আটক করতে বা সঞ্চিত টাকা উদ্ধার করতে পারেনি।

Spread the love