
বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধিঃ বীরগঞ্জে গত রবিবার মহিলার গালে চুম্মু দিতে চাওয়ায় ইউপি চেয়ারম্যান ৪ঘন্টা অবরুদ্ধ । মা-মেয়ে সহ ৮ মহিলা আহত হয়েছে ।
উপজেলার নিজপাড়া ইউনিয়নের চেয়ারম্যান জানান, প্রায় দিনের ন্যায় ঐদিন বিকেলে খলসী বাজারে এক বৃদ্ধের জমি সংক্রান্ত বিষয়ে কথা বলছিলাম। কথা বলার সময় এক মহিলা পিছন থেকে আমার শাট ধরে টানাটানি শুরু করে। আমি পিছনে তাকিয়ে দেখি ৩০-৩৫জন মহিলা আমাকে তাদের গালে চুম্মু দেওয়ার আহবান জানাচ্ছে। আমার মনে পড়ে আমি ১০-১৫দিন আগে একটি সালিস বৈঠকে ঐ মহিলার বাড়াবাড়ির কারনে ধমক দিয়ে বলেছিলাম বেয়াদপ মহিলা। তখন মহিলাটি আমাকে পাল্টা প্রশ্ন করে ধমক দিলেন কেন? তখন আমি বলেছিলাম ধমক দিবো নাতো কি তোমার গালে চুম্মু দিব। সেই কথার জের ধরে তারা জোট বেধে আমাকে চুম্মু দেওয়ার আহবান করছে। আমি দ্রুত স্থান ত্যাগের চেষ্টা করি কিন্তু তারা আমাকে ঘিরে অশ্লীল আচরন করেছে। এবং টেনে আমার জামা ছিড়ে দিয়েছে।
উপজেলার চকবানারশী গ্রামের মৃত: শুটকু শেখের স্ত্রী মোছা: জরিনা জানান, একই গ্রামের আইনুল হক, আব্দুর রউফ, আব্দুস সামাদ ও জগদিশপুর গ্রামের ইসমাইল হোসেন এলাকার মহিলাদের প্রত্যেককে (সৌদি আরব সহ মধ্যপ্রাচের দেশের যাকাত ও ফেতরার) ৭হাজার টাকা দেওয়ার প্রলোভন দেখিয়ে গত জানুয়ারী মাস থেকে অক্টোবর মাস পর্যন্ত ৭৫০জন দুস্থ: মহিলার কাছ থেকে ৭শত টাকা হারে ৫লক্ষ ২৫ হাজার টাকা আদায় ও আত্মসাত করে।
ঐ ঘটনায় তাদের বিরুদ্ধে গত ২০অক্টোবর দিনাজপুর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আমলী আদালত-২ (বীরগঞ্জ) প্রতারনার অভিযোগ করার কারনে ইউপি চেয়ারম্যান খালেক সরকার আসামীদের পক্ষ নিয়ে আমাদের বাড়ীতে এসে গালমন্দ করে। সে সময় আমার মেয়ে হামিদা প্রতিবাদ করলে তার গালে চুম্মু দিতে চায়। বিষয়টি গ্রামবাসীর কাছে জানানো হয়। গ্রামের সকল মহিলা চেয়ারম্যান অপেক্ষায় থাকি, ওই দিন বিকেলে চেয়ারম্যান খালেক সরকার খলসী বাজারে আসার কথা জানতে পেরে আমরা ৪৫-৫০ জন মহিলা তাকে চুম্মু দেওয়ার আহবান জানাই, বিকেল সাড়ে ৪টা থেকে রাত সাড়ে ৮টা পর্যন্ত ঘিরে রাখি।
সংবাদ পেয়ে রাত ৮টার দিকে ওসি প্রশাসন কেএম শওকত হেসেনের নেতৃত্বে একদল পুলিশ এসে আমাদের কাছ থেকে চেয়ারম্যান খালেক সরকারকে থানায় নিয়ে যায়। তারপর চেয়ারম্যান বাহিনী ৩৫-৪০টি মোটর সাইকেল যোগে খলসী বাজারে এসে আমাদের মারপিট করে হামিদা খাতুন (৩১), রাহেলা বেগম (৩৫), রোজিনা খাতুন (২৮), রুবিনা বেগম (২৯), নুর জাহান (৪৯), মাবিয়া খাতুন (২৫), রোজিনা বেগম (২৩) ও মো: জরিনা (৫৫) সহ ৮জনকে আহত করে।
বীরগঞ্জ থানার ওসি প্রশাসন কেএম শওকত হেসেন ঘটনা নিশ্চিত করে জানান, চেয়ারম্যান এমএ খালেক সরকার নিরাপত্তা হীনতায় ভূগছিলেন সংবাদ পেয়ে তাই নৈতিক কারনে তাকে নিরাপত্তা দিয়েছে পুলিশ।
আহত মহিলাদের উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। উল্ল্যেখিত ঘটনায় ইউপি চেয়ারম্যান এম এ খালেক সরকার বাদি হয়ে নগদ ৮৫হাজার টাকা ছিনতাই করার অভিযোগ এনে ছিনতাই মামলা দায়ের করেছে । মামলা নং ২(১১)১৪ ধারা ১৪৩,১৪১,৩২৫,৩২৬,৩০৭,৩৭৯,৪২৭,৫০৬(।।),১১৪দঃবিঃ।