
বীরগঞ্জ (দিনাজপুর) থেকে ডি.রায় বাবুল : বীরগঞ্জ মহিলা কলেজ প্রশাসন ও টিচার্স কাউন্সিল আয়োজিত মতবিনিময় সভা ও সম্বর্ধনা অনুষ্ঠানে গভর্নিং বডির সভাপতি ও নবাগত উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আলম হোসেন বলেছেন- শিক্ষা ক্ষেত্রকে রাজনৈতিক মুক্ত রাখতে হবে। শিক্ষা ক্ষেত্র রাজনীতি থাকলে শিক্ষার মান বিপন্ন হয়ে যায়। এটা প্রতিষ্ঠানের স্বার্থে সকলকে পারিহার করতে হবে। তিনি কলেজের শিক্ষক মন্ডলি ও গভর্নিং বডির সদস্যদের নিয়ে বীরগঞ্জ মহিলা কলেজের শিক্ষার মানকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সর্বাত্বক চেষ্টা চালিয়ে যাবেন বলে আশাবাদ ব্যাক্ত করেন। সেই সঙ্গে কলেজটি যেন ভালো শিক্ষা প্রতিষ্ঠানে পরিনত হয় তার জন্যও তিনি কাজ করে যাবেন। শিক্ষা প্রতিষ্ঠানের উন্নয়নের জন্য শিক্ষকবৃন্দের মধ্যে যেন কোন বিভাজন না থাকে তার জন্য সকলের প্রতি আহবান জানান। তিনি শিক্ষার্থীদের গুণগত মানের শিক্ষা প্রদানের জন্য শিক্ষক মন্ডলির কাছে প্রত্যাশা করেন।
বৃহস্পতিবার দুপুর ১২ টায় কলেজ মিলনায়তনে টিচার্স কাউন্সিলের সভাপতি প্রভাষক মোঃ তছলিম উদ্দিনের সভাপত্বিতে এসময় বক্তব্য রাখেন গভর্নিং বডির সদস্য মোঃ মোশারফ হোসেন বাবুল, সিনিয়র প্রভাষক বিভাগীয় প্রধান রসায়ন বিভাগ মোঃ সেলিম জাহাঙ্গির প্রমূখ। অনুষ্ঠানে কলেজের সার্বিক বিষয় নিয়ে স্বাগত বক্তব্য রাখেন কলেজের (ভারপ্রাপ্ত) অধ্যক্ষ মোঃ রফিকুল ইসলাম।
অনুষ্ঠানের প্রারম্ভেই কলেজ সভাপতি ও নবাগত উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আলম হোসেন মহোদয়কে ফুল দিয়ে শুভেচ্ছা জানান মহিলা কলেজের (ভারপ্রাপ্ত)অধ্যক্ষ মোঃ রফিকুল ইসলাম, গর্ভনিং বডির সদস্য মোঃ মোশারফ হোসেন বাবুল এবং কলেজ টিচার্স কাউন্সিলের সভাপতি মোঃ তছলিম উদ্দিন সহ সকল প্রভাষক ও কর্মচারীবৃন্দ।
মত বিনিময় সভা শেষে গর্ভনিং বডির সদস্য উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আলম হোসেন কলেজের সার্বিক অবকাঠামো পরিদর্শন করেন এবং কলেজের নানাবিধ কাজ-কর্মের খোঁজ- খবর নেন।