
মোঃ আবেদ আলী, বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি : বীরগঞ্জে সরকারী অনুদানে মহিলা ডিগ্রী কলেজের ব্যাপক উন্নয়ন কর্মকান্ড শুরু করা হয়েছে। বীরগঞ্জ মহিলা ডিগ্রী কলেজ সুত্রে জানা গেছে, জাতীয় সংসদ সদস্য মনোরঞ্জন শীল গোপালের আর্থিক সহায়তায় মহিলা কলেজের নুতন পরিচালনা পর্ষদের সভাপতি উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) ও সহকারী কমিশনার (ভূমি) মোছাঃ শারমিন সুলতানার নেতৃত্বে ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ রফিকুল ইসলাম ও নির্বাহী সদস্য আলহাজ্ব আব্দুল লতিফ মিয়া, মোশাররফ হোসেন বাবুল, হাবলু মিয়া, কারিউল ইসলাম, রিয়াজুল ইসলাম, সেলিম জাহাঙ্গীর, নাজনীন ফেরদৌসী’র সহযোগিতায় সীমানা প্রাচীর নির্মান, প্রতিটি ক্লাস রুমে ফ্যান ও লাইট স্থাপন, ছাত্রী কমনরুম নির্মান, টিচার্স কমন রুম সংস্কার এটাস বাথরুম (টয়লেট) নির্মান, টিচারদের বসার জন্য ২৫টি অত্যাধুনিক চেয়ার ক্রয় করা হয়েছে। কলেজের পরিচালনা পর্ষদের সভাপতি উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) ও সহকারী কমিশনার (ভূমি) মোছাঃ শারমিন সুলতানার বিষয়টি নিশ্চিত করে জানান, প্রতিষ্ঠিত প্রষ্ঠিানের উন্নয়ন থেমে থাকবেনা।