বৃহস্পতিবার ২৩ মার্চ ২০২৩ ৯ই চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ

বীরগঞ্জে মাকড়াই প্রাথমিক বিদ্যালয়ে স্টুডেন্টস কাউন্সিল নির্বাচন সম্পন্ন

বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি : বীরগঞ্জে গত মঙ্গলবার স্টুডেন্টস কাউন্সিল নির্বাচন সম্পন্ন করা হয়েছে। সরকারী নিদের্শ মোতাবেক ১২০ নং-মাকড়াই সরকারী প্রাথমিক বিদ্যালয় পরিচানা কমিটি মাধ্যমে বিভিন্ন পদে ১২জন প্রতিদ্বন্ধির মধ্যে ৭জনকে নির্বাচিত করার ল্েয বিদ্যালয় ক্যাম্পাসে স্টুডেন্টস কাউন্সিল নির্বাচনের আয়োজন করেন। ২টি কেন্দ্রর ৪টি বুথে সকাল ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত বিরতিহীন ভাবে ভোট গহন করা হয়।

এ সময় ৫ম শ্রেণীর ছাত্র নির্বাচন কমিশনার সুশান্ত রায় একই শ্রেণীর ছাত্র চন্দন চন্দ্র সরকার প্রিজাইডিং অফিসার হিসেবে দায়িত্ব পালন করেন। ৫ম শ্রেণীর ছাত্র মোঃ রাকিব ইসলাম সহকারী প্রিজাইডিং, ৪র্থ শ্রেণীর ছাত্র বিঞ্চু চন্দ্র রায় ও একই শ্রেণীর ছাত্র মোঃ নাঈম ইসলাম পোলিং অফিসার হিসেবে ছাত্র কেন্দ্র ভোট গ্রহণ করেন। এ সময় ৪২জন বালক ভোটার গোপন ব্যালটে তাদের ভোটাধিকার প্রয়োগ করে।

অপর কেন্দ্রে ৫ম শ্রেণীর ছাত্রী মোছাঃ হুমায়রা আক্তার সহকারী প্রিজাইডিং অফিসার, ৪র্থ শ্রেণীর ছাত্রী মোছাঃ উমাইয়া আক্তার ও একই শ্রেণীর ছাত্রী মোছাঃ লিজা আক্তার পোলিং অফিসার ছাত্রী কেন্দ্রে ভোট গ্রহণ করেন। এ সময় ৬৫ জন ছাত্রী গোপন ব্যলটে তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। ভোট গ্রহণ শেষে এসএমসি’র সভাপতি মোঃ শিবলী সাদিক, প্রধান শিক আবুল কালাম, সহ শিক আমিনা খানম, অনিমা রানী সরকার ও সঞ্চিতা রায়ের উপস্থিতিতে ভোট গননা করা হয়।

৩য় শ্রণীর ছাত্র আরমান আলী ৬৫ ভোট পেয়ে প্রধান নির্বাচিত হয়েছেন। একই শ্রেণীর ছাত্রী সোনালী আক্তার মিম ৫৩ ভোট, মাছাঃ রফিকা খাতুন ৩৫ ভোট, মোঃ সহিদ হোসেন ৩৩ ভোট, ৪র্থ শ্রেণীর ছাত্রী মোছঃ সম্পা আক্তার ৫৫ ভোট, ৫ম শ্রেণীর ছাত্র মোঃ লিমন ৫২ ভোট, একই শ্রেণীর ছাত্রী সম্পা অক্তার ৪৫ ভোট পেয়ে নির্বাহী সদস্য নির্বাচিত হয়েছেন। প্রধান শিক আবুল কালাম জানান সুষ্ঠ, অবাধ ও নিরপেভাবে শিার্থীদের ভোটে একজন প্রধান ও ৬ জন কউন্সিলরের সমন্বয়ে স্টুডেন্ট কাউন্সিল নির্বাচন সম্পন্ন করা হয়েছে।