সোমবার ১১ ডিসেম্বর ২০২৩ ২৬শে অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ

বীরগঞ্জে মাদকসেবীর ৬মাসের কারাদন্ড

বীরগঞ্জ প্রতিনিধি : দিনাজপুরে বীরগঞ্জে মোঃ আব্দুল জববার (৩৮) এক মাদকসেবীর ৬ মাসের কারাদন্ড প্রদান করেছে ভ্রাম্যমান আদালত।

 

দন্ডপ্রাপ্ত জববার পৌর শহরের সুজালপুর গ্রামের মৃত মফিজ উদ্দিনের পুত্র।

 

রোববার বিকেল ৪টায় উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট রাসেল মনজুর ভ্রাম্যমান আদালতে এ রায় প্রদান করেন।

 

বীরগঞ্জ থানার ওসি কেএম শওকত হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত জানান, মদ্যপ অবস্থায় পৌর শহরের ডিগ্রী কলেজ মোড় হতে শনিবার গভীর রাতে তাকে আটক করা হয়। অভিযুক্ত জববার মাদকসেবী ও ছিচকে চোর হিসেবে এলাকায় অভিযোগ রয়েছে।

Spread the love