বীরগঞ্জ প্রতিদিন: বীরগঞ্জে সোমবার মাদক বিরোধী অভিযানে একজন গ্রেফতার। ভ্রাম্যমান আদালতে জরিমানা। আটক-০১।
উপজেলা নির্বাহী অফিসার মোঃ আবু জাফরের নেতৃত্বে মাদকদ্রব্য নিয়ন্ত্রন অফিস এবং বীরগঞ্জ থানার এসআই বিশ্বনাথ দাশ গুপ্তসহ একদল পুলিশের সহযোগিতায় পৌর শহরের মাদক পল্লীখ্যাত মৎস্য খামার এলাকা এবং পৌরসভা হাট এলাকায় অভিযান চালিয়ে মাদক তৈরী উপকরণ ধংস করেন। এসময় বিশ্বনাথ কিস্কু (৪০) নামক এক আদিবাসীকে আটক করে। আটককৃত বিশ্বনাথকে ভ্রাম্যমান আদালতে এক হাজার টাকা জরিমানা করা হয়।
Please follow and like us: