শনিবার ১০ জুন ২০২৩ ২৭শে জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ

বীরগঞ্জে মাদক ব্যবসায়ী স্বামী-স্ত্রী আটক

বীরগঞ্জ প্রতিনিধি : দিনাজপুরের বীরগঞ্জে সোমবার সকালে মাদক ব্যবসায়ী আব্দুল জব্বার (৬৫) ও স্ত্রী রিনা বেগম (৫৫)কে স্থানীয় জনতা আটক করে পুলিশের কাছে হস্তান্তর করেছে।
পুলিশ জানায়, বীরগঞ্জ পৌর শহরের ৬নং ওয়ার্ড মাকড়াই গ্রামের মৃত দলিল উদ্দিনের পুত্র আব্দুল জব্বার (৬৫) ও আব্দুল জব্বারের স্ত্রী রিনা বেগম (৫৫)কে মাদক বিক্রয় ও সাদেক মেম্বোরের বাড়ীতে চুরির অপরাধে এলাকাবাসী আটক করে। পরে পুলিশ তাদেরকে উদ্ধার করে থানায় নিয়ে আসে।
এসময় এলাকাবাসী জানায়, জব্বার ও তার স্ত্রী, পুত্র জুবায়ের আলী জনী দীর্ঘদিন ধরে মাদক ব্যাবসা করে আসছে। তারা গাঁজা, ফেন্সিডিল, হিরোইন, ইয়াবা সহ বিভিন্ন মাদক ব্যবস্যা করে এলাকার যুব সমাজকে ধংসের দ্বার প্রন্তে নিয়ে যাচ্ছে।