মোঃ আবেদ আলী, বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি : বীরগঞ্জে মিনিবাস থামিয়ে মারপিট অভিযোগে থানায় এজাহার করা হয়েছে।
বীরগঞ্জ থানায় দায়েরকৃত এজাহার সুত্রে জানা গেছে, উপজেলার নিজপাড়া ইউনিয়নের সম্ভূগাও গ্রামের মৃত আব্দুল জলিলের পুত্র আব্দুর রাজ্জাক একটি মামলায় আদালতে হাজিরা দিয়ে দিনাজপুর থেকে মিনিবাস (নাম-র্যাম্বো, নং-৭৪) যোগে ফেরার পথে বীরগঞ্জ শালবাগান সংলগ্ন চেকপোষ্টের কাছে পৌছালে একই গ্রামের আনছার আলীর পুত্র নুর মোহাম্মদের নেতৃত্বে গাছের গুড়ি ফেলে রাসত্মা অবরোধ করে একদল সন্ত্রাসী লাঠি ও ধারাল অস্ত্রসহ মিনিবাস থামিয়ে গাড়িতে উঠে রাজ্জাকের লোকদের বেছে বেছে মারপিট ও আহত করে। তাদের কাছে থাকা ৪০ হাজার টাকা ছিনিয়ে নিয়েছে সন্ত্রাসীরা। আহতদের চিৎকারে স্থানীয় জনতা ছুটে আসলে সন্ত্রসীরা পালিয়ে যায়। সংবাদ পেয়ে ওসি প্রশাসন কেএম শওকত হোসেনের নেতৃত্বে একদল পুলিশ ও এলাকাবাসী আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। এ ব্যাপারে আব্দুর রাজ্জাক বাদী হয়ে নুর মোহাম্মদকে প্রধান আসামী করে ১৪ জনের বিরুদ্ধে থানায় এজাহার দায়ের করেছে।