শুক্রবার ৯ জুন ২০২৩ ২৬শে জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ

বীরগঞ্জে মারাত্মক দুর্ঘটনার আশঙ্কা \ মহাসড়কের পাশে হাট-বাজার গড়ে উঠায় সৃষ্টি হচ্ছে যানজোট \ দূর্ভোগে পড়েছে পথচারীরা

দিনাজপুর থেকে সিদ্দিক হোসেন \ বীরগঞ্জ উপজেলার বিভিন্ন  হাট-বাজার রাস্তার পাশে গড়ে উঠায় মারাত্মক যানজোটের সৃষ্টি হচ্ছে যেকোন সময় ঘটতে পারে দুর্ঘটনা। উপজেলার বেশ কিছু হাট-বাজার ঢাকা-পঞ্চগড় মহাসড়কের পাশে গড়ে উঠায় যান চলাচলের সৃষ্টি হচ্ছে প্রতিবন্ধকতা। দুর্ঘটনার পূর্বে এর প্রতিকার হওয়া প্রয়োজন। সপ্তাহে বিভিন্ন স্থানের হাট-বাজারে ধান বিক্রেতারা রাস্তার দুই ধারে ধান হাট বসিয়ে বেচাকেনা চালাচ্ছে। যার কারণে যানজটের সৃষ্টি হচ্ছে এবং পথচারীরা হচ্ছে সীমাহীন দুর্ভোগের স্বীকার। রাস্তার পাশে গড়ে উঠা হাট-বাজার গুলো হচ্ছে বীরগঞ্জ পৌরশহর, বীরগঞ্জ হাট, কবিরাজহাট, হাবলুহাট, দলুয়াহাট, গোলাপগঞ্জ হাট, ডাঙ্গারহাট, বোডের হাট, কল্যাণীহাট, চৌধুরীহাট, ভুল্লীরহাট, ঝাড়বাড়ী হাট, বটতলী ও ২৮মাইল হাট। উলেস্নখিত হাট গুলির মধ্যে বীরগঞ্জ, কবিরাজ হাট, দলুয়াহাট মহাসড়কের উপর হওয়ায় পথচারীদের মারাত্মক দুর্ভোগের মুখোমুখি হতে হয়। মহাসড়ক দিয়ে সব সময় বিভিন্ন ধরনের যানবাহন চলাচল করে থাকে এবং এই রাস্তার উপরেই থাকে এবং এই রাস্তার উপরেই গড়ে উঠেছে বড় বড় ধানের হাট, ফলে পথচারীরা ও বাসযাত্রীসহ হাজার হাজার মানুষের চলাচলের বিঘ্ন সৃষ্টি হয়েছে। রাস্তার দুই ধারে ধানের হাঁট বসায় ধান বহনকারী ভ্যান, ট্রলি, ভটভটি ও বিক্রেতা ক্রেতার সমাগম হওয়ায় যান বাহনগুলো দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থাকায় যাত্রীরা দুর্ভোগের শিকার। বীরগঞ্জ শহীদ মিনার থেকে তাজমহল পর্যন্ত ৩০টি কোচের কাউন্টার রয়েছে। সন্ধ্যার পর নাইট কোচ ও যাত্রীদের সমাগমে রাত ৬টা থেকে রাত ৯টা পর্যন্ত তীব্র যানজটের সৃষ্টি হয়। যানজট নিরসনে ভুক্তভোগী মহল উপজেলা নির্বাহী অফিসার রাসেল মনজুর ও পৌর মেয়র আলহাজ্ব মাওলানা মোহাম্মদ হানিফের হস্তক্ষেপ কামনা করেছেন।