
বীরগঞ্জ প্রতিদিন : বীরগঞ্জে মিনিবাস ও পত্রিকাবাহী মাইক্রোবাসের সংঘর্ষে ৭জন আহত হয়েছে।
গত বুধবার দুপুরে পৌর শহরের ফিসারী মোড় নামক স্থানে এ ঘটনা ঘটে।
আহতরা হলেন বগুড়ার মোঃ বদিউজ্জামান (৬০), লালামনিরহাটের মহসিন (৩৫), বগুড়া মালতীনগরের নাজমূল হুদা (২২) ঠাকুরগাঁও ভুলিস্নর মোঃ হেলাল (৩৫) ও গড়েয়া শুকানপুকুরের অলিন রায় (৫৪) সহ ৭জন আহত হয়েছে। সকলেই মাইক্রোবাসের যাত্রী। গুরম্নতর আহত বদিউজ্জামানকে মুমুর্ষ অবস্থায় দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করা হয়েছে।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সুত্রে জানা গেছে, রংপুর থেকে ছেড়ে আসা পঞ্চগড়গামী সবুজ পতাকাবাহী যাত্রীবাহী মিনিবাস (ঢাকা-জ ১৪-০২১৬ ) এবং পঞ্চগড় থেকে বগুড়াগামী পত্রিকাবাহী মাইক্রোবাস (ঢাকা মেট্রো চ ১১-৮৯৮৩) দিনাজপুর-পঞ্চগড় মহাসড়কে বীরগঞ্জ পৌর শহরের ফিসারী মোড়ে অতিক্রম করার সময় মুখোমুখি সংঘর্ষে ৭ জন আহত হয়।
বীরগঞ্জ থানার ওসি (তদমত্ম) মোঃ বেলাল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।