শুক্রবার ১ ডিসেম্বর ২০২৩ ১৬ই অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ

বীরগঞ্জে মুক্তিযোদ্ধার মৃত্যু। রাষ্ট্রীয় মর্যাদায় সমাহিত

বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধিঃ বীরগঞ্জে গত রবিবার মুক্তিযোদ্ধা কৃষ্ট মোহন রায় (৭০) মৃত্যু রাষ্ট্রীয় মর্যাদায় লাশ সমাহিত করা হয়েছে।

উপজেলার মরিচা ইউনিয়নের মহাদেবপুর গ্রামের মৃত চানেশ্বর রায়ের পুত্র ১৯৭১ রনাঙ্গনের বীর মুক্তিযোদ্ধা কৃষ্ট মহন রায় (৭০) সকালে নিজ বাসগৃহে শেষ নিশ্বাস ত্যাগ করেন। মৃত্যুর সংবাদ পেয়ে উপজেলা সিনিয়র মৎস অফিসার কালিপদ রায় জাতীয় পতাকা দিয়ে মুক্তিযোদ্ধা লাশ আছাদিত করে পুর্স্পান করে শ্রদ্ধা নিবেদন করেন।

এ সময় ওসি তদন্ত মো: বেলাল হোসেন সরকারের নেতৃত্বে একদল চৌকস পুলিশ সদস্য র্গাড অব অনার প্রদর্শন করেন। মুক্তিযোদ্ধা কমান্ডার প্রভাষক কালিপদ রায়, ঢাকাস্থ বীরগঞ্জ সমিতি, বীরগঞ্জ সাংবাদিক কল্যাণ সংস্থা, অন লাইন পত্রিকা বীরগঞ্জ প্রতিদিন, বীরগঞ্জ পাবলিক লাইব্রেরীসহ মুক্তিযোদ্ধাগন, বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক সংগঠন, বিভিন্ন পেশাজীবি সংগঠন, সাংবাদিক সংগঠনের নেতৃবৃন্দ মুক্তিযোদ্ধা কফিনে পুর্ষ্পান করেন ও মুক্তিযোদ্ধা মৃত্যুতে গভির শোক প্রকাশ করে শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন। পরে স্থানীয় শ্মশানে মুক্তিযোদ্ধার লাশ দাহ ও সমাহিত করা হয়। মৃত্যুকালে ২মেয়েসহ অনেক আত্মীয়-স্জন রেখে গেছেন।

Spread the love