মোঃ আবেদ আলী, বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধিঃ বীরগঞ্জে গতকাল উপজেলা সাংগঠনিক ডেপুটি মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুর রহিমের বড় ভাই বিশিষ্ট ব্যাবসায়ী আব্দুল হালিম মোলা (৬৫) ইন্তেকাল করেছেন ( ইন্না………রাজিউন)।
বীরগঞ্জ পৌরসভার ৪নং ওয়ার্ড সুজালপুর ঈদগাহবস্তি গ্রামের মৃত: ইব্রাহিম মোলার পুত্র উপজেলা সাংগঠনিক ডেপুটি মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুর রহিমের বড় ভাই বিশিষ্ট ব্যাবসায়ী আব্দুল হালিম মোলা ঢাকা ইনাউটেট হাসপালে চিকিৎসাধীন অবস্থায় গত বুধবার সকালে ইন্তেকাল করেন। ওই দিন বাদ এশা কেন্দ্রীয় ঈদগাহ মাঠে জানাযা শেষে স্থানীয় উত্তর সুজালপুর কবরস্থানে মরহুমের লাশ দাফন করা হয়। মৃত্যুকালে তিনি ৫ ছেলে, বন্ধু-বান্ধব ও বহু আত্মীয়-স্বজন রেখে গেছেন।
উপজেলা সাংগঠনিক ডেপুটি মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুর রহিমের বড় ভাই বিশিষ্ট ব্যাবসায়ী আব্দুল হালিম মোলার মৃত্যুতে গভির শোক প্রকাশ ও শোকহত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন দিনাজপুর-১ আসনের জাতীয় সংসদ সদস্য মনোরঞ্জন শীল গোপাল, সাবেক সাংসদ ও উপজেলা চেয়ারম্যান মো: আমিনুল ইসলাম, মেয়র আলহাজ্ব মাও: মোহাম্মদ হানিফ, উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব জাকারিয়া জাকা, বীরগঞ্জ প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি মো: আবেদ আলী, পৌর আওয়ামীলীগের সভাপতি মোশারফ হোসেন বাবুল, মুক্তিযোদ্ধা কমান্ডার অধ্যাপক কালিপদ রায়, উপজেলা বিএনপির সভাপতি বিশিষ্ট শিল্পপতি আলহাজ্ব মনজুরুল ইসলাম মনজু, সহ-সভাপতি এরশাদুল হক, গনফোরাম সভাপতি আইয়ুবুল ইসলাম মিন্টু, জাতীয় পাটির সাধারন সম্পাদক মো: শাহিনুর ইসলাম, বীরগঞ্জ সাংবাদিক কল্যান সংস্থার সভাপতি মীর কাসেম লালু, অনলাইন পত্রিকা বীরগঞ্জ প্রতিদিন সম্পাদক মো: আব্দুর রাজ্জাক, ঢাকাস্থ বীরগঞ্জ সমিতি, বীরগঞ্জ পাবলিক লাইব্রেরী, আফতাব উদ্দিন ফাউন্ডেশন প্রমুখ।