বীরগঞ্জ প্রতিনিধি : বীরগঞ্জে সোমবার সকাল ৯টায় মটর সাইকেলের ধাক্কায় এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। তিনি উপজেলার পলাশবাড়ী ইউনিয়নের বৈরবাড়ী গ্রামের মৃত শান্তি বর্মনের পুত্র নেবুয়া বর্মন (৬০)।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, উপজেলার পলাশবাড়ী ইউনিয়নের বীরগঞ্জ মোড় নামক এলাকার ঈদ মাঠ সংলগ্ন পাকা রাস্তা পারাপারের সময় পিছন দিক হতে একটি মটর সাইকেল ধাক্কা দিলে নেবুয়া বর্মন রাস্তায় পড়ে গিয়ে গুরুতর আহত হন। স্থানীয় লোকজন মুমুর্ষ অবস্থায় ঠাকুরগাঁও সদর আধুনিক হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বেলা ১১টায় তিনি মৃত্যু বরণ করেন।
পলাশবাড়ী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ মোজাহার আলী দূর্ঘটনায় নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন।