
মোঃআবেদ আলী, বীরগঞ্জ(দিনাজপুর) প্রতিনিধিঃ বীরগঞ্জে গত বুধবার মোহনপুরকে বাল্যবিবাহ মুক্ত ইউনিয়ন ঘোষনা করা হয়েছে।
উপজেলা বালিকা ও যুবনারী ফোরামের আয়োজনে উপজেলা ১৫ কিলোমিটার উত্তরে মোহনপুর ইউনিয়ন পরিষদ মিলনায়তনে বালিকা ও যুবনারীদের প্রতি সহিংসতা ও শিশু বিবাহ প্রতিরোধ বিষয়ে ইউনিয়ন পরিকল্পনা কর্মশালা অনুষ্ঠিত হয়।
মোহনপুর ইউপি চেয়ারম্যান দীনেশ চন্দ্র মহন্তেও সভাপতিত্বে কর্মশালায় বক্তব্য রাখেন সমাজ উন্নয়ন প্রশিক্ষন কেন্দ্রেও প্রকল্প সমন্বয়কারী মিরাজ উদ্দিন তালুকদার, মানব কল্যান সমিতি নির্বাহী পরিচালক ওয়ালিউল্লাহ, উপজেলা সুশিল সমাজ সংগঠনের সাভাপতি হারুন অর রশিদ, টেকনিক্যাল অফিসার (এসসিএম) মোঃ মমিনুল ইসলাম ও টেকনিক্যাল অফিসার (জিপিপি) মোছাঃ তাজদীদা বেগম প্রমুখ। ইউপি সদস্য/সদস্যা, ইমাম, কাজী, শিক্ষক, গনমাণ্য ব্যাক্তি, সিএসও প্রতিনিধি, এএসিএমও ডাক্তার, শিশু সুরক্ষা কমিটির সদস্য, বালিকা ও যুবনারী ফোরামের সদস্যগন অংশ গ্রহন করেন। সর্বপরি উপস্থিত সকলের সম্মতিক্রমে মোহনপুর ইউনিয়নকে বাল্যবিবাহ মুক্ত ইউনিয়ন ঘোষনা করা হয়েছে।