
দশরথ রায় বাবুল, ষ্টাফ রিপোর্টার ॥ দিনাজপুরের বীরগঞ্জে গত শুক্রবার বিকেলে পুরাতন শহীদ মিনার চত্বরে জঙ্গীবাদ,সন্ত্রাস, নৈরাজ্য ও গুপ্ত হত্যার প্রতিবাদে সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বীরগঞ্জ উপজেলা আওয়ামী যুবলীগের উদ্যোগে উক্ত সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী যুবলীগের কেন্দ্রিয় কমিটির সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব মোঃ এমরান হোসেন খান।
উপজেলা যুবলীগের সভাপতি নুরিয়াস সাঈদ মোঃ ফয়সালের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী যুবলীগের কেন্দ্রিয় কমিটির উপ সম্পাদক বিশ্বাস মতিউর রহমান বাদশা, সহ সম্পাদক মোঃ মোয়াজ্জেম হোসেন, সদস্য শামসুল আরেফিন নাঈম, ফিরোজ আহম্মেদ, মোঃ আরিফুল ইসলাম আরিফ, মোঃ সফেদ আশফাক তুহিন, রংপুর মহানগর শাখা যুবলীগ আহবায়ক মোঃ সিরাজুম মনির বাশার, উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব জাকারিয়া জাকা, জেলা যুবলীগের সভাপতি এ্যাড. মোঃ দেলোয়ার হোসেন, সহ-সভাপতি মোঃ জাকির হোসেন, সাধারণ সম্পাদক এ্যাড. মোঃ সাইফুল ইসলাম, সদস্য মোঃ এনাম সরকার, সদর উপজেলা যুবলীগ সহসভাপতি মোঃ সিরাজুস সালেহীন রানা, যুগ্ন-সম্পাদক মোঃ হাজী পলাশ, সাবেক সভাপতি মোঃ মাহাবুর রহমান, জেলা ছাত্রলীগ সাবেক সভাপতি এমরান লতিফ সেতু, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক মোঃ মোছাদ্দেক হোসেন প্রমুখ।
বক্তাগণ বলেন, গুলশান থেকে শোলাকিয়া সব সন্ত্রাসের নাটের গুরু খালেদা জিয়া। বিএনপি জামায়াতের সকল ষড়যন্ত্র রুখে দেওয়ার জন্য যুবলীগের প্রতিটি নেতাকর্মীকে প্রস্তুত থাকতে হবে। জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে জঙ্গীবাদ,সন্ত্রাস, নৈরাজ্য ও গুপ্ত হত্যার বিরুদ্ধে আমরা অবশ্যই জনগণকে সাথে নিয়ে ঐক্যবদ্ধ ভাবে প্রতিরোধ গড়ে তুলবো। আজ থেকে আওয়ামী পরিবারের প্রতিটি নেতাকর্মীকে শপথ নিতে হবে। যারা ধর্মের নামে মানুষ হত্যা করে তাদের সাথে কোন আপোষ নেই।
অনুষ্ঠানে জেলা, উপজেলা ও ইউনিয়ন আওয়ামীলীগ, যুবলীগসহ সকল সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।