বুধবার ২৭ সেপ্টেম্বর ২০২৩ ১২ই আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ

বীরগঞ্জে যুবলীগের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

Pic-Jubo Lig বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধিঃ বীরগঞ্জে গত সোমবার উপজেলা যুবলীগের উদ্যোগে প্রতিষ্ঠার ৪১তম বার্ষিকী কেক কেটে পালন করা হয়েছে।

সকাল ৮টায় জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন এবং জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও যুবলীগের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শেখ ফজলুল হক মনির প্রতিকৃতিতে পুস্পমাল্য অর্পণ করা হয়। বিকেলে উপজেলা যুবলীগের আয়োজনে দলীয় কার্যালয়ে প্রতিষ্ঠা বাষির্কী পালন উপলক্ষ্যে আনুষ্ঠানিক ভাবে কেক কেটে কর্মসূচী পালন করা হয়। এ উপলক্ষ্যে উপজেলা যুবলীগের সভাপতি মোঃ নুরিয়াস সাঈদ সরকারের সভাপতিত্বে এক আলোচনা সভায় বক্তব্য রাখেন সাবেক সংসদ সদস্য মোঃ আমিনুল ইসলাম, প্রবীণ আওয়ামীলীগ নেতা আলহাজ্ব আজিজুল হক, পৌর আওয়ামীলীগের সভাপতি মোঃ মোশারফ হোসেন বাবুল, সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম, উপজেলা আওয়ামীগের সাবেক সহ-সভাপতি করিমুল হক, সাবেক সাংগঠিক সম্পাদক মোঃ শামীম ফিরোজ আলম, রাজিউর রহমান রাজু, আব্দুল কাইয়ুম চৌধুরী, জিয়াউর রহমান জিয়া, যুবলীগের সাবেক সভাপতি দেবেন সরকার, সাবেক সাধারণ সম্পাদক আবুল খাইর, উপজেলা যুবলীগের সহ-সভাপতি মোঃ আমিনুল ইসলাম মিন্টু, আব্দুলাহেল সাফী, রিন্টু সরকার, সাধারণ সম্পাদক মোঃ মোসাদ্দেক হোসেন, যুগ্ন-সম্পাদক বনমালী রায়, মোঃ মোশারফ হোসেন, সাংগঠনিক সম্পাদক মাহমুদুল হাসান মুন,মোঃ মমিনুল ইসলাম স্বপন, অমল রায়, আসওয়াদ হোসেন বাবলু, প্রভাষক শামীম আকতার সজিব, দেবাংশু দাশ রানা, লতিফুর রহমান, সুরেশ রায়, মুরাদ হোসেন, প্রদীপ রায়, বিমল কুমার শীল, মোঃ আজম, মোঃ জুয়েল,জিয়া, মনোয়ার হোসেন, রবিউল ইসলাম রবি, রয়েল, উপজেলা ছাত্রলীগের আহবায়ক রোকনুজ্জামান বিপ্লব, যুগ্ন-আহবায়ক সাজেদুর রহমান অন্তু প্রমুখ। বক্তাগণ জাতির জনক বঙ্গবন্ধুর আদর্শে গড়া আওয়ামী যুবলীগ জামায়াত শিবির ও বিএনপির নৈরাজ্যকর হরতাল জালাও পোড়াও হত্যার রাজনীতির বিরুদ্ধে প্রতিরোধ গড়ে জাতির জনকের স্বপ্ন সোনার বাংলা গড়তে সর্বদা প্রস্তুত রয়েছে।

Spread the love