বুধবার ৬ ডিসেম্বর ২০২৩ ২১শে অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ

বীরগঞ্জে যুবলীগ চেয়ারম্যানের উপর হামলার প্রতিবাদে বিক্ষেভ মিছিল ও সমাবেশ

মোঃ আবেদ আলী বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধিঃ বীরগঞ্জে গত সোমবার বিকেলে যুবলীগ চেয়ারম্যান আলহাজ ওমর ফারুক চৌধুরীর উপর হামলার প্রতিবাদে বিক্ষেভ মিছিল ও সমাবেশ হয়েছে।

কেন্দ্রীয় যুবলীগের চেয়ারম্যান আলহাজ ওমর ফারুক চৌধুরীর উপর হামলার প্রতিবাদে একটি বিক্ষেভ মিছিল শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পুরাতন শহীদ মিনার চত্বরে উপজেলা যুবলীগের সভাপতি নুরিয়াস সাঈদের সভাপতিত্বে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান মো: আমিনুল ইসলাম, উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব জাকারিয়া জাকা, যুবলীগ নেতা মোশারফ হোসেন, মমিনুল ইসলাম স্বপন ও সাংবাদিক প্রভাষক শামীম আকতার সজীব প্রমুখ।

বক্তাগন অবিলম্বে সন্ত্রাসীদের চিহৃত করে আদালতে সোর্পদ ও দৃষ্টান্ত মূলক শাস্তির জোর দাবী জানান। সমাবেশ পরিচালনা করেন উপজেলা যুবলীগের সাধারন সম্পাদক মো: মোছাদ্দেক হোসেন।

 

Spread the love