
উত্তম শর্মা, বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি ॥ আমাদের দেশের গ্রাম বাংলার ঐতিহ্যবাহী বিভিন্ন খেলা এখন প্রায় বিলুপ্তির পথে। গ্রাম বাংলার এই ঐতিহ্যকে ধরে রাখতে দিনাজপুরে বীরগঞ্জে হাঁস খেলার আয়োজন করে যুব শিল্পী উন্নয়ন সংগঠন।
বৃহস্পতিবার বিকেলে পৌর শহরের আরিফ বাজারের আরিফের মিল চাতালে অনুষ্ঠিত ঐতিহ্যবাহী হাঁস খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলার পরিষদ চেয়ারম্যান মোঃ আমিনুল ইসলাম।
যুব শিল্পী উন্নয়ন সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি হেমন্ত কান্ত বর্মনের সভাপতিত্বে আরিফ বাজার ব্যবসায়ী সমিতির সদস্য নিখিল কুন্ডুর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রিয় ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি ও দিনাজপুর জেলা আওয়ামীলীগের সদস্য মোঃ আবু হুসাইন বিপু, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ মোনায়েম মিয়া, দিনাজপুর জেলা পরিষদের সদস্য রোকনুরজ্জামান বিপ্লব, নিজপাড়া ইউনিয়নের চেয়ারম্যান মোঃ আনিছুর রহমান আনিছ, বীরগঞ্জ পৌরসভার ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মোঃ মমতাজ আলী মামুন প্রমুখ। বিভিন্ন বয়সের নারী-পুরুষ উপস্থিতিতে ব্যাপক আনন্দ-উল্লাসে জমে উঠে হাঁস খেলা ।