শুক্রবার ১ ডিসেম্বর ২০২৩ ১৬ই অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ

বীরগঞ্জে যৌতুকের জন্য গৃহবধুকে মারপিট পিতার গৃহে বিতারিত

মোঃ আবেদ আলী, বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধিঃ বীরগঞ্জে গত বুধবার যৌতুকের জন্য গৃহবধুকে মারপিট করে কোলের বাচ্চা ছিনিয়ে নিয়ে পিতার গৃহে বিতারিত করেছে স্বামী।

অভিযোগ সুত্রে জানা গেছে উপজেলার পাল্টাপুর ইউনিয়নের ভোগডমা গ্রামের সুরমান আলীর কন্যা সারমিন আক্তার (২৪) এরসাথে একই উপজেলার নিজপাড়া ইউনিয়নের বলরামপুর গ্রামের শমসেদ আলীর পুত্র মিজানুর রহমান (৩০) এর আনুষ্ঠানিক বিয়ে হয়। বিয়ের সময় নগদ ৫০ হাজার টাকা ও স্বর্ণালংকার অন্যান্য সহ একলক্ষ টাকার মালামাল দেওয়া হয়। গত বুধবার ৫০ হাজার টাকা যৌতুক আনার জন্য বাবার বাড়ী যেতে সারমিন টাকা আনতে যেতে রাজী না হওয়ায় তাকে মারপিট করে কোলের শিশু মীম (২ বছর) কে ছিনিয়ে নিয়ে বাড়ী থেকে তাড়িয়ে দেয় । আহত গৃহবধু রাস্তার ধারে মাটিতে গড়াগড়ি দিতে দেখে প্রতিবেশী একরামুল হক উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপে­ক্সে ভর্তি করেছে। গ্রামবাসী জানায় মিজানুর প্রথম স্ত্রীকে মারপিট করে তাড়িয়েছে আবারও ২য় স্ত্রী সারমিনকে একই ভাবে তাড়ানোর চেষ্টা চালাচ্ছে। উলে­খিত ঘটনায় থানায় মামলা দায়েরে প্রস্ত্ততি চলছিল।

Spread the love