বৃহস্পতিবার ৩০ মার্চ ২০২৩ ১৬ই চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ

বীরগঞ্জে যৌথবাহিনীর অভিযানে একজন গ্রেফতার

Thanaবীরগঞ্জ(দিনাজপুর) প্রতিনিধিঃ বীরগঞ্জে গত বৃহস্পতিবার গভীর রাতে যৌথবাহিনী অভিযান চালিয়ে একজনকে গ্রেফতার করেছে। সে উপজেলার পলাশবাড়ী ইউনিয়ন জামায়াতের সভাপতি মোঃ জাহিদুল ইসলামের পুত্র মোঃ আল-মামুন (১৯)।

যৌথবাহিনী চলমান অভিযানের অংশ হিসেবে বৃহস্পতিবার উপজেলার বিভিন্ন ইউনিয়নে রাতভর অভিযান চালায়। অভিযানে যৌথবাহিনী আল-মামুনকে নিজ বাড়ী থেকে গ্রেফতার করে। এ সময় তার বাবা বাড়ীতে ছিলেন না।

বীরগঞ্জ থানার ওসি মোঃ আরমান হোসেন পিপিএম জানান, ভোট কেন্দ্রে হামলা, ভাংচুর, অগ্নি-সংযোগ করার অভিযোগে দায়ের করা মামলার সন্দেহভাজন আসামী হিসেবে শুক্রবার আদালতে প্রেরণ করা হয়েছে।