বীরগঞ্জ(দিনাজপুর) প্রতিনিধিঃ বীরগঞ্জে গত বৃহস্পতিবার গভীর রাতে যৌথবাহিনী অভিযান চালিয়ে একজনকে গ্রেফতার করেছে। সে উপজেলার পলাশবাড়ী ইউনিয়ন জামায়াতের সভাপতি মোঃ জাহিদুল ইসলামের পুত্র মোঃ আল-মামুন (১৯)।
যৌথবাহিনী চলমান অভিযানের অংশ হিসেবে বৃহস্পতিবার উপজেলার বিভিন্ন ইউনিয়নে রাতভর অভিযান চালায়। অভিযানে যৌথবাহিনী আল-মামুনকে নিজ বাড়ী থেকে গ্রেফতার করে। এ সময় তার বাবা বাড়ীতে ছিলেন না।
বীরগঞ্জ থানার ওসি মোঃ আরমান হোসেন পিপিএম জানান, ভোট কেন্দ্রে হামলা, ভাংচুর, অগ্নি-সংযোগ করার অভিযোগে দায়ের করা মামলার সন্দেহভাজন আসামী হিসেবে শুক্রবার আদালতে প্রেরণ করা হয়েছে।