মোঃ আবেদ আলী, বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধিঃ বীরগঞ্জে রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক ১৩কোটি টাকা কৃষি ফসল উৎপাদন ও ব্যবসায়ী ঋণ বিতরন করেছে ।
রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক (রাকাব) বীরগঞ্জ শাখা সুত্রে জানা গেছে, বীরগঞ্জ পৌরসভা ও উপজেলার শতগ্রাম, পাল্টাপুর, সুজালপুর, নিজপাড়া, সাতোর ও মোহনপুর ইউনিয়ন সমুহের বিভিন্ন ওয়ার্ডের প্রত্যন্ত পল্লীর পাড়া-গায়ে গত জুলাই/১৩ইং থেকে অক্টোবর/১৪ইং পর্যন্ত কৃষি উপকরন ট্রাক্টর, আমন ধান, বোরো ধান, গম, ভূট্টা, গাভী পালন, কলা চাষ, আলু চাষ, ক্ষুদ্র ব্যাবসা ও বানিজ্যিক সহ বিভিন্ন ট্রের্ডে কৃষক ও ব্যবসায়ীর মাঝে ১হাজার ১১০জন কৃষক ও ব্যবসায়ীর বিপরিতে ১২কোটি ৮৮লক্ষ ৫৬ হাজার টাকা ঋণ বিতরন করা হয়।
উলেখিত টাকা বিতরন করে ৬৩ লক্ষ ৫০ হাজার টাকা ব্যাংক মুনাফা অর্জন করেছে এই শাখাটি। একই সময়ে ১হাজার ৮৪জন কৃষক ও ব্যবসায়ীর কাছ থেকে ১২কোটি ১৫লক্ষ ১১হাজার টাকা ঋণ আদায় করা হয়। এরমধ্যে শ্রেণীকৃত ঋণ ১কোটি ৯৯ লক্ষ ৪৯হাজার টাকা আদায় করা হয়েছে। ১৯৭৭/৭৮ইং হতে ৪হাজার ২৫৩জন ঋণ গ্রহীতার বিপরিতে ঋণ স্থিতি মোট ২৭কোটি ৯৭লক্ষ ৫৪হাজার টাকা।
এ শাখায় ৮হাজার ৯৬০টি (কৃষকের ১০/-টাকার) ১হাজার ৬৩টি, হত দরিদ্র ১হাজার ৪৫০টি, বয়স্ক ভাতা ৫১টি, স্কুল ব্যাংকিং সহ ১৮হাজার ৩০৫টি একাউন্ট খোলা হয়েছে। উলেখিত আমানতকারীর বিপরিতে স্থিতি ১২কোটি ২৯লক্ষ ৯২হাজার টাকা আমানত জমা রয়েছে। ৭৯৬ জন ঋণ গ্রহীতার বিপরিতে ৪কোটি ৬লক্ষ টাকা খেলাপী (অনাদায়ী) ঋণ রয়েছে।
গত বুধবার বিকেলে বীরগঞ্জ রাকাব শাখা ব্যাবস্থাপক মোঃ লিয়াকত আলী জানান দিনাজপুর জেলা উত্তর জোনের জোনাল ব্যাবস্থাপক মোঃ মতিয়ার রহমান, এ শাখায় কর্মরত কর্মকর্তা ও কর্মচারীদের আন্তরিক প্রচেষ্টায় শাখায় উলেখিত সাফল্য অর্জন করা সম্ভব হয়েছে।