বুধবার ২৯ মার্চ ২০২৩ ১৫ই চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ

বীরগঞ্জে রান্নার আগুনে ঘর পুড়ে ছাই

মো: রেজাউল ইসলাম, বীরগঞ্জ প্রতিদিন : দিনাজপুরের বীরগঞ্জে রান্নার আগুনে ঘর পুড়ে ছাই হয়েছে। তবে হতাহতের কোন ঘটনা ঘটেনি।

 

বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৭টায় উপজেলার নিজপাড়া ইউনিয়নের শীতলাই ডাঙ্গাপাড়া গ্রামে এ অগ্নিকান্ডের অগ্নিকান্ডের ঘটনা ঘটে।

 

স্থানীয় ইউপি সদস্য জানান, সন্ধ্যায় রান্না করার সময় মোঃ মন্টু মিয়ার রান্না ঘরে আগুন লেগে যায়। সংবাদ পেয়ে এলাকাবাসী দ্রুত ছুটে গিয়ে আগুন আগুন নিভিয়ে ফেলে।

 

নিজপাড়া ইউনিয়নের চেয়ারম্যান মোঃ আব্দুল খালেক সরকার অগ্নিকান্ডের বিষয়টি নিশ্চিত করে জানান, অগ্নিকান্ডে রান্না ঘরটি পুরোপুরি পুড়ে গেছে। এ অগ্নিকান্ডে কোন হতাহতের ঘটনা ঘটেনি।