
মোঃ আবেদ আলী, বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধিঃ বীরগঞ্জে গত বুধবার র্যালী, অলোচনা সভা ও পোনা অবমুক্ত করনের মধ্য দিয়ে মৎস্য সপ্তাহের উদ্বোধন হয়েছে।
‘‘অন্ন বস্ত্র বাসস্থান মাছ চাষে সমাধান’’ এ স্লে¬াগান বাস্তবায়নের লক্ষ্যে উপজেলা মৎস্য বিভাগের আয়োজনে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি র্যালী অনুষ্ঠিত হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষি করে। র্যালী শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী অফিসার মোঃ আবু জাফরের সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে সাবেক সংসদ সদস্য ও উপজেলা চেয়ারম্যান মোঃ আমিনুল ইসলাম জাতীয় মৎস্য সপ্তাহের উদ্বোধন ঘোষনা করেন। অতিথিবৃন্দ মৎস্যজীবিদের ব্যবহারী নিসিদ্ধ জাল গ্রহন করেন এবং জীবিকা নির্বাহের জন্য নুতন জাল হস্তান্তর করেন। অনুষ্ঠান পরিচালনা করেন সিনিয়র উপজেলা মৎস্য অফিসার কালি পদ রায়। আলোচনা সভা শেষে অতিথিগন ছোট ঢেপা নদীতে মাছের পোনা অবমুক্ত করেন।