মোঃ আবেদ আলী বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধিঃ জামায়াতের ডাকা দ্বিতীয় দফা হরতাল চলাকালে দ্বিতীয় দিনে হরতালে সমর্থনে মিছিল করেছে বীরগঞ্জ জামায়াত-শিবিরের নেতাকর্মীরা
ফজরের নামাজের পর শহরের ডিগ্রী কলেজ মোড় ও পৌরসভাহাট এলাকায় টায়ার জ্বালিয়ে মহাসড়ক অবরোধ করে। সন্ধায় একটি ঝটিকা মিছিল বের করে। সংবাদ পেয়ে ঘটনাস্থলে পুলিশ আসার আগেই মিছিলকারীরা পালিয়ে যায়।
বীরগঞ্জ থানার ওসি কেএম শওকত হোসেন জানান, জামায়াত শিবিরের যে কোন নাশকতা প্রতিরোধে পুলিশ প্রস্ত্তত রয়েছে। হরতাল চলাকালে এখন পর্যন্ত কেউ গ্রেফতার হয়নি বলে তিনি জানান।