
মোঃ আবেদ আলী, বীরগঞ্জে (দিনাজপুর) প্রতিনিধিঃ বীরগঞ্জে শান্তিপূর্ণ ভাবে জেএসসি-জেডিসি ও ভকেশনাল অনুষ্ঠিত হয়েছে। উপজেলা নির্বাহী অফিস সুত্রে জানা গেছে, বীরগঞ্জ পাইলট সরকারী উচ্চ বিদ্যালয় (৭৩০জন), গোলাপগঞ্জ উচ্চ বিদ্যালয় (৬৯৩ জন), ঝাড়বাড়ী উচ্চ বিদ্যালয় (৭১৩ জন), পলাশবাড়ী উচ্চ বিদ্যালয় (৬৪১), মাহানপুর উচ্চ বিদ্যালয় (১১৮৬ জন), সরকারী বালিকা উচ্চ বিদ্যালয় (৬৫৩ জন), বীরগঞ্জ ফাজিল মাদ্রাসা (৬৪৫ জন), চৌধুরীহাট টিবিএম কলেজ (৪২ জন) ও বীরগঞ্জ টিবিএম কলেজ (৭২জন)সহ মোট-৫হাজার ৩৭৬জন ছাত্র-ছাত্রী’র অংশ গ্রহনে জেএসসি-জেডিসি ও ভোকেশনাল কেন্দ্রে শান্তিপূর্ণ ভাবে পরীক্ষা অনুষ্ঠিত হয়। উপজেলার ৯টি পরীক্ষা কেন্দ্রে ১ ও ২ অক্টোম্বর বাংলা ১ম ও ২য়পত্র পরীক্ষা শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে।
পরীক্ষা কেন্দ্র সমুহ উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আলম হোসেন, মাধ্যমিক শিক্ষা অফিসার মোছঃ রাবেয়া খাতুন ও সহকারী শিক্ষা অফিসার মোঃ সোহেল আখতার পরিদর্শন করে সন্তোষ প্রকাশ করেছেন।