
ইসলাম ধর্মের অন্যতম উৎসব পবিত্র ঈদ-উল আযহা। পবিত্র ঈদ-উল আযহার আনন্দ ভাগাভাগি করতে শিশু-কিশোর, ছোট-বড়, ধনী-গরীব এক কাতারে শামিল হয়ে ঈদ উৎসব পালন করে। ঈদের জামাতগুলোতে এলাকার বিশিষ্টজনদের সাথে সাধারন নাগরিকরা একই কাতারে নামাজ আদায় করেন। এবারও বীরগঞ্জে শান্তি ও সৌহাদ্যপূণ পরিবেশে ঈদের জামাত অনুষ্ঠিত হয়েছে।
বীরগঞ্জ কেন্দ্রীয় ঈদগা মাঠে সকাল সাড়ে ৯টায় ঈদ-উল আযহার জামাত অনুষ্ঠিত হয়।
এখানে নামাজ আদায় করেন বীরগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান মো: আমিনুল ইসলাস, বীরগঞ্জ থানার ওসি (তদন্ত) মো. বেলাল হোসেন, জেলা আওয়ামীলীগের ধর্ম বিষয়ক সম্পাদক মো. তরিকুল আলম, উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব জাকারিয়া জাকা, পৌর আওয়ামীলীগের সভাপতি মো. মোশারফ হোসেন বাবুল, কেন্দ্রিয় ছাত্রলীগের সহ-সম্পাদক আবু হুসাইন বিপু, উপজেলা বিএনপির সভাপতি বিশিষ্ট সমাজ সেবক ও শিল্পপতি আলহাজ্ব মনজুরুল ইসলাম মনজু, সিনিয়র সহ-সভাপতি আলহাজ্ব এ্যাড. মফিজ উদ্দিন আহম্মেদ চৌধুরী, এরশাদুল হক, পৌর বিএনপি সভাপতি আলহাজ্ব মো. আামিরুল বাহার, সাধারন সম্পাদক মো. নমিরুল ইসলাম চৌধুরী সেনা, ঢাকাস্থ বীরগঞ্জ সমিতির সভাপতি মো: আনোয়ার পারভেজ, অন লাইল পত্রিকা বীরগঞ্জ প্রতিদিনের সম্পাদক মো. আব্দুর রাজ্জাকসহ বিভিন্ন পেশাজীবি মানুষ ও ধর্মপ্রান মুসলিগণ ঈদের নামাজ আদায় করবেন।
সকালে মৎস্য খামার সংলগ্ন ঈদগাঁও মাঠে আহলে হাদিস অনুসারী ধর্মপ্রাণ মুসলিম উন্মা ঈদের নামাজ আদায় করেন।
উপজেলার বিভিন্ন স্থানে শান্তি ও সৌহাদপূণ ভাবে ঈদের নামাজ অনুষ্ঠিত হয়েছে বলে আমাদের প্রতিনিধি জানিয়েছেন।