দশরথ রায় বাবুল: বীরগঞ্জে শনিবার দুপুরে শাহানারা ট্রাষ্ট ও বেসটেক গ্রুপের আয়োজনে ৩ শত জন কৃষক-কৃষিশ্রমিক ও দুঃস্থদের মাঝে শীতবস্ত্র (কম্বল) বিতরন করা হয়েছে। বীরগঞ্জ বেসটেক এগ্রো গ্রুপের কার্যালয়ে সংস্থার চেয়ারম্যান মোঃ তরিকুল ইসলাম সুবিধাভোগি কৃষক, কৃষি শ্রমিকসহ নিম্ন আয়ের অসহায় দুস্থদের মাঝে শীতবস্ত্র বিতরন করেন। এসময় বেসটেক এগ্রো পরিচালক মোঃ কামরুজ্জামান বাবু, সিটিও শাহিন রেজা আবু হেনা রায়হান, হেড অব একাউন্টস মোঃ জহিরুল ইসলাম মাসুদ, টেকনিক্যাল অফিসার মোঃ আব্দুল মোমিন, এজিএম সেলস শামসুল আরেফিন, অরোরা বহুমুখী সমবায় সমিতি লিঃ এর ভাইস চেয়ারম্যান মোছাঃ সেতারা বেগম সহ স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।