বুধবার ২৭ সেপ্টেম্বর ২০২৩ ১২ই আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ

বীরগঞ্জে শিক্ষকদের বিষয় ভিত্তিক প্রশিক্ষণ

B Educবীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধিঃ বীরগঞ্জে শিক্ষার গুনগত মান নিশ্চিত করার লক্ষ্যে শিক্ষকদের বিষয় ভিত্তিক দুই ব্যাচে প্রশিক্ষণ শুরু হয়েছে।

উপজেলা শিক্ষা অফিসের আয়োজনে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ বীরগঞ্জ এডিপির সহযোগীতায় শিক্ষার গুনগত মান নিশ্চিত করার লক্ষ্যে স্কুল ইনপ্রুভমেন্ট প্ল্যানের আওতাভূক্ত বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকাগণের বিষয় ভিত্তিক (গণিত) দুই ব্যাচের ৪০জন শিক্ষক-শিক্ষিকার প্রশিক্ষণ শুরু হয়েছে। উক্ত প্রশিক্ষণ কর্মশালায় প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী শিক্ষা অফিসার মোঃ হাবিবুল ইসলাম, মমতাজ ফেরদৌসী, মঞ্জুরুল হক মিয়া। অনুষ্ঠানে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ বীরগঞ্জ এডিপির পক্ষে শুভেচ্ছা বক্তব্য রাখেন সংস্থার চাইল্ড ওয়েলবিং প্রজেক্ট ম্যানেজার বার্নাড কুজুর, প্রজেক্ট ম্যানেজার জেনী দারিং।

প্রকল্পের উদ্যেশ্য বিষয়ে ওয়েলবিং প্রজেক্ট ম্যানেজার বার্নাড কুজুর জানান, প্রাথমিক শিক্ষার গুনগত মান, শিক্ষার্থীদের ফলাফল ভাল, গণিত বিষয়ে শিক্ষকদের জ্ঞান, দক্ষতা ও কর্ম কৌশল বৃদ্ধি করা এই কর্মসূচীর মূল উদ্যেশ্য।

Spread the love