মোঃ আবেদ আলী, বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধিঃ বীরগঞ্জে গত রবিবার শিক্ষক কতৃর্ক ছাত্রী উত্যক্ত ঘটনায় শিশু সুরক্ষা কমিটির বালিকা বিদ্যালয় পরিদশর্ন করেছে।
বীরগঞ্জ সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক কতৃর্ক ছাত্রীদের উত্যক্ত করার অভিযোগের পৃক্ষিতে পৌরসভার মেয়র আলহাজ্ব মাওঃ মোহাম্মদ হানিফের নেতৃত্বে শিশু সুরক্ষা কমিটি সিদ্ধামত্ম মোতাবেক সরকারী বালিকা উচ্চ বিদ্যালয় পরিদর্শন করা হয়েছে । পরিদর্শনকালে প্রধান শিক্ষক মোছাঃ আখতারা পারভীনের সাথে সাক্ষাত করে অতিরিক্ত ক্লাসের অমত্মরালে প্রাইভেট কোচিং পরিচালনাকালে ভয়ভীতি প্রদর্শন করে কতিপয় শিক্ষক কতৃর্ক ছাত্রীদের উত্যক্ত করার অভিযোগ বিষয়ে প্রশ্ন করা হলে তিনি অভিযোগ অস্বীকার করে জানান বিষয়টি সত্য নয় প্রপাগান্ডা মাত্র। পরে সকল শিক্ষকের সাথে বিদ্যালয় মিলনায়তনে এক মতবিনিময় সভার আয়োজন করা হয়। মতবিনিমকালে শিশু সুরক্ষা কমিটির নির্বাহী সদস্য সাংবাদিক কল্যান সংস্থার সভাপতি মীর কাসেম লালু, হারুন অর রশিদ, আলহাজ্ব আবু তালেব, হাসানুজ্জামান বাবুল, গার্ল পাওয়ার প্রকল্পের টেকনিক্যাল অফিসার মোছাঃ তাজদীদা বেগম, কাউন্সিলর অনিতা রানী রায়, নার্গিস বেগম কেয়া, আব্দুল বারিক প্রমুখ বক্তব্য রাখেন। শিশু সুরক্ষা কমিটি অবিবাহিত শিক্ষকদের বদল করে বিবাহিত অথবা মহিলা শিক্ষকের জন্য প্রধান শিক্ষকের মাধ্যমে রংপুর বিভাগিয় মাধ্যমিক শিক্ষা উপ-পরিচালক মোঃ রফিকুল ইসলামের কাছে জোর দাবী জানান।