বুধবার ২৯ মার্চ ২০২৩ ১৫ই চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ

বীরগঞ্জে শিক্ষা বান্ধব পরিবেশের দাবিতে মানববন্ধন

বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধিঃ বীরগঞ্জ ডিগ্রী কলেজের শিক্ষক এবং শিক্ষার্থীদের অংশ গ্রহনে শিক্ষা বান্ধব পরিবেশের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

 

শনিবার সকাল ১১টায় কলেজের সামনে ঢাকা-পঞ্চগড় মহাসড়কে বিশাল মানববন্ধন অনুষ্ঠিত হয়।

 

শঙ্কামুক্ত জীবন চাই,নিরাপদে ক্লাস করতে চাই,ভাল ভাবে পরীক্ষা দিতে চাই,শিক্ষা ধ্বংস কারী সহিংসতা বন্ধ কর, এই শ্লোগান কে সামনে রেখে বীরগঞ্জ ডিগ্রী কলেজের অধ্যক্ষ মোঃ খয়রুল ইসলাম চৌধুরীর নেতৃত্বে শিক্ষক এবং শিক্ষার্থীদের অংশ গ্রহনে মানববন্ধন অনুষ্ঠিত হয় । এ সময় উপস্থিত ছিলেন সহকারী অধ্যাপক আবু সামা মিয়া সহকারী অধ্যাপক সন্তোষ কুমার রায়, প্রভাষক মোঃ নজরুল ইসলাম খান বুলু প্রভাষক মোঃ জয়নাল আবেদীন, উপজেলা যুবলীগের সাধারন সম্পাদক মোঃ মোছাদ্দেক হোসেন, উপজেলা ছাত্রলীগের আহবায়ক রোকনুজ্জামান বিপ্লব, ছাত্র নেতা রাশেদ আলী টেটন প্রমুখ।