
বীরগঞ্জ (দিনাজপুর) সংবাদদাতাঃ বীরগঞ্জে গত বৃহস্পতিবার ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ বীরগঞ্জ এডিপির উদ্যোগে শিশু অধিকার বিষয়ক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।
উপজেলার নিজপাড়া ইউনিয়নে কল্যাণী উচ্চ বিদ্যালয় এবং কল্যাণী বালিকা বিদ্যালয়ে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ বীরগঞ্জ এডিপির উদ্যোগে শিশু অধিকার বিষয়ক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। কল্যাণী উচ্চ বিদ্যালয়ের অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রধান শিক্ষক মোঃ জাহাঙ্গীর আলম এবং কল্যাণী বালিকা বিদ্যালয়ে সভাপতিত্ব করেন মোঃ নজমজ শাহাদাত। অনুষ্ঠানমালায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন নিজপাড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ আব্দুল খালেক সরকার। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রীতা মন্ডল, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ বীরগঞ্জ এডিপি শিশু কল্যাণ প্রকল্পের প্রজেক্ট ম্যানেজার বার্নাড কুজুর প্রমুখ। অনুষ্ঠানে শিক্ষার্থীদের সচেতনতা সৃষ্টির লক্ষ্যে শিশু অধিকার, বাল্য বিবাহ, ইভটিজিং, শিশু শ্রম, যৌতুক ও নৈতিকতা বিষয়ের উপর আলোচনা এবং ভিডিও চিত্র প্রদর্শন করা হয়। এ সময় বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা ও শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।