সোমবার ১১ ডিসেম্বর ২০২৩ ২৬শে অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ

বীরগঞ্জে শিশু অধিকার সনদ ২৫ বছর পূর্তিতে র‌্যালী ও আলোচনা সভা

বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধিঃ বীরগঞ্জে গত শুক্রবার জাতিসংঘের শিশু অধিকার সনদ ২৫ বছর পূর্তিতে র‌্যালী ও আলোচনা সভা ।

উপজেলা শিশু ফোরামের, ওর্য়াল্ড ভিশন বাংলাদেশ বীরগঞ্জ এডিপি, লাবনী ফাউন্ডেশন ও জামতলী জনকল্যান সমিতি যৌথ উদ্যোগে কল্যানী বালিকা উচ্চ বিদ্যালয় প্রাঙ্গন থেকে একটি র‌্যালী অনুষ্ঠিত হয়ে বিভিন্ন সড়ক ও কল্যানী বাজার প্রদক্ষিন করে।

 

র‌্যালী শেষে কল্যানী বালিকা উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে মহসিন আলী সরকারের সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা শিশু ফোরামের সভাপতি মোঃ মোরশেদ হাসান আসিকের পরিচালনায় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন নিজপাড়া ইউপি চেয়ারম্যান এমএ খালেক সরকার। অন্যদের মধ্যে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ বীরগঞ্জ এডিপি প্রজেক্ট ম্যানেজার বার্ণাড কুজুর, লাবনী ফাউন্ডেশন পক্ষে সজল রায় ও জামতলী জনকল্যান সমিতি নির্বাহী পরিচালক মোঃ ইউসুফ আলী, কল্যাণী বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক নজমজ শাহাদত, শিশু বন্ধু শিউলী আকতার, মানিক রহামন, গীতা রায়, ঝর্ণা আকতার, গনমাণ্য ব্যাক্তিবর্গ ও সাংবাদিক বক্তব্য রাখেন। আলোচনা সভা শেষে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে ন্যাশনাল চিলড্রেন টাস্কফোর্স ৫ সদস্যের বীরগঞ্জ উপজেলা কমিটি গঠন করা হয়। কমিটিতে সর্বসন্মতি ক্রমে মোঃ আসিফ ইসলামকে সভাপতি, মোছাঃ তাসমিনকে সহ-সভাপতি, মানিক রহমানকে সাধারণ সম্পাদক,সুমী রাণী দাশকে যুগ্ন-সম্পাদক এবং বেলাল হোসেনকে সাংগঠনিক সম্পাদক নির্বাচিত করা হয়। পরে তারা সভাকরে পুণাঙ্গ উপজেলা ন্যাশনাল চিলড্রেন টাস্কফোর্স কমিটি গঠন করে।

অনুষ্ঠানে শিশু অধিকারে বিষয়টিগুলি তুলে ধরা হয়। এবং শিশুদের বিষয়ে অগ্রাধিকার দেওয়ার দাবি জানানো হয়।

 

Spread the love