সোমবার ৫ জুন ২০২৩ ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ

বীরগঞ্জে শিশু ফোরামের উদ্যোগে অসহায় শিশুদের ঈদ বস্ত্র বিতরন

গীতা রাণী: বীরগঞ্জে গত শনিবার শিশু ফোরামের উদ্যোগে অসহায় শিশুদের মাঝে ঈদুল ফিতর উপলক্ষ্যে বস্ত্র বিতরন করা হয়েছে ।

বীরগঞ্জ পৌরসভার ৪নং ওয়ার্ড এলাকার ’অপরাজিতা শিশু ফোরাম‘ এলাকার অসহায় দরিদ্র শিশুদের মাঝে বস্ত্র (পাঞ্জাবী, পায়জামা ও টুপী) বিতরনের আয়োজন করে। শিশুরা ফোরামের নিজস্ব তহবিল ও এলাকার গন্যমান্য ব্যাক্তিবর্গের সহযোগিতায় ঈদুল ফিতর উপলক্ষ্যে এলাকার অসহায় দরিদ্র শিশুদের মাঝে বস্ত্র (পাঞ্জাবী, পায়জামা ও টুপী) বিতরন করে। শিশু ফোরামের দাসপাড়া অস্থায়ী কার্যালয় সভানেত্রী গীতা রানী দাসের সভাপতিত্বে বিতরন অনুষ্ঠানে শিশু ফোরামের সহঃ সভাপতি টুম্পা রানী দাস, সাঃ সম্পাদক বৃষ্টি রানী দাস, নির্বাহী সদস্য সুমি, বন্যা, জবা, মোহন, দূর্জয় ও উজ্জল প্রমুখ উপস্থিত ছিলেন। ফোরামের সভানেত্রী জানান অসহায় ও অধিকার বঞ্চিত শিশুদের অধিকার প্রতিষ্ঠাই আমাদের লক্ষ্য, সকল শিশুর সমান অধিকার প্রতিষ্ঠা না হওয়া পযমত্ম আমাদের সংগ্রাম চলবে।