বৃহস্পতিবার ৩০ মার্চ ২০২৩ ১৬ই চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ

বীরগঞ্জে শিশু বিবাহ প্রতিরোধে এ্যাডভোকেসি কর্মশালা

-Girl Power-19.12.13দিনাজপুর প্রতিনিধিঃ বীরগঞ্জে গত বৃহস্পতিবার সকাল ১১টায় শিশু বিবাহ প্রতিরোধে এ্যাডভোকেসি কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা প্রশাসনের আয়োজনে সমাজ উন্নয়ন প্রশিক্ষন কেন্দ্র, সুশিল সমাজ সংগঠনসমূহ, পস্ন্যান ইন্টারন্যাশনাল  বাংলাদেশ পাটনারশীপ র্গাল পাওয়ার প্রকল্পে সহযোগিতায় উপজেলা পরিষদ মিলনায়তনে শিশু বিবাহ প্রতিরোধে এ্যাডভোকেসি কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা নির্বাহী অফিসার মোঃ আবু জাফরের সভাপতিত্বে কর্মশালায় বক্তব্য রাখেন বীরগঞ্জ সার্কেল সহকারী পুলিশ সুপার অসিত কুমার ঘোষ, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডা. আবু সাঈদ মোঃ রফিকুজ্জামান, উপজেলা ভাইস চেয়ারম্যান গোপাল দেব শর্মা, মহিলা ভাইস চেয়ারম্যান মোছাঃ শাহানাজ পারভীন, মহিলা বিষয়ক কর্মকর্তা রীতা মন্ডল, সমাজ সেবা অফিসার (অতিরিক্ত দায়িত্ব) মোছাঃ আবিদা আরফিন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ সাইফুল ইসলাম, একাডেমিক সুপারভাইজার আনন্দ কুমার মন্ডল, যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ মতিউর রহমান, পরিবার পরিকল্পনা অফিসার মোঃ মোস্তাফিজুর রহমান, শতগ্রাম ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ডা, কেএম কুতুব উদ্দিন, পলাশবাড়ী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ মোজাহার আলী, মোহনপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান দিনেশ চন্দ্র মহমত্ম, সুজালপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ নুরম্নল ইসলাম মাষ্টার, পাল্টাপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সুরেন্দ্রনাথ রায় কোকিল, পৌর কাউন্সিলর অনিতা রায়, ইসলামিক ফাউন্ডেশন উপজেলা প্রতিনিধি আলহাজ্ব জিয়াউল হক, কাজি সমিতির সভাপতি মোঃ সাইদুর রহমান, গার্ল পাওয়ার প্রকল্প সমন্বয়কারী মেরাজ উদ্দিন তালুকদার, বীরগঞ্জ উপজেলা টেকনিক্যাল অফিসার মোছাঃ তাজদীদা বেগম কাহারোল উপজেলা টেকনিক্যাল অফিসার আরিফ ইফতিখার প্রমুখ।

কর্মশালায় শিশু বিবাহ প্রতিরোধে সকলের সহযোগিতা কামনা করে আইনগত বিষয়গুলি সকলের মাঝে অবহিত করার সিদ্ধামত্ম গ্রহণ করা হয়েছে। এসময় আর্থিক কারণে পড়াশুনা বন্ধ হওয়ায় অর্থ উপার্জনের  পাশাপাশি লেখাপড়া চালিয়ে যাওয়ার লক্ষ্যে পৌর শহরের অটো চালক আনিসুর রহমানের কলেজ পড়ুয়া কন্যা মোছাঃ আনিছা খাতুনকে একটি সেলাই মেশিন প্রদান করা হয়।