
মোঃ আবেদ আলী, বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধিঃ বীরগঞ্জে গত বৃহস্প্রতিবার শিশু বিয়ের বয়স কমানোর সুপারিশ বাতিলের দাবীতে প্রধান মন্ত্রীর কাছে স্মারক লিপি প্রদান করেছে শিশু ফোরাম সংগঠন।
উপজেলা শিশু ফোরাম সংগঠনের আয়োজনে ও এডিপি ওয়াল্ড ভিশনের সহযোগিতায় একটি র্যালী শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে শেষে উপজেলা নির্বাহী অফিসার রাসেল মনজুরের মাধ্যমে বাংলাদেশ সরকারের প্রধান মন্ত্রী শেখ হাসিনার কাছে স্মারক লিপি প্রদান করেছে। স্মারক লিপি প্রদান করে উপজেলা শিশু ফোরাম সংগঠনের সভাপতি মোর্শেদ হাসান আসিফ। এ সময় শিশু সাংবাদিক শিউলী বেগম, বেলাল হোসেন, মানিক ইসলাম, সকাল বর্ম্মন ও জুয়েল ইসলাম উপস্থিত ছিলেন। এ দাবীর স্বপক্ষে উপজেলার ১১টি ইউনিয়ন ও পৌরসভায় ৩ হাজার ১২৯ জনের গনস্বাক্ষর গ্রহন করা হয়েছে।