
বীরগঞ্জ (দিনাজপুর) সংবাদদাতাঃ বীরগঞ্জে রবিবার সকাল ১১টায় শিশু বিয়ে বন্ধে বাৎসরিক সন্মেলন অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা প্রশাসনের আয়োজনে পিছিয়ে পড়া জনগোষ্ঠীর আর্থ-সামাজিক উন্নয়ন, নারীর প্রতি সহিংসতা, বাল্য বিবাহ রোধ, পারিবারিক নির্যাতন প্রতিরোধে প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশের আর্থিক ও কারিগরি সহায়তায় সমাজ উন্নয়ন প্রশিক্ষণ কেন্দ্র গার্ল পাওয়ার প্রকল্পের শিশু বিয়ে বন্ধে বাৎসরিক সন্মেলন অনুষ্ঠিত হয়েছে।
সমাজ উন্নয়ন প্রশিক্ষণ কেন্দ্রের নির্বাহী পরিচালক মোঃ মোজাফফর হোসেনের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ আবু জাফর। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সহকারী পুলিশ সুপার বীরগঞ্জ সার্কেল অসিত কুমার ঘোষ, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রীতা মন্ডল, বীর মুক্তিযোদ্ধা মোঃ কবিরুল ইসলাম, মোহনপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান দিনেশ চন্দ্র মহন্ত, পলাশবাড়ী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ মোজাহার আলী, সম্প্রীতি মানব কল্যাণ সংস্থার চেয়ারম্যান আলহাজ্ব মোঃ জিয়াউল হক, রাজশাহী জেলার পবা থানার রাজশাহী অঞ্চলের শ্রেষ্ঠ জয়িতা মোছাঃ রহিমা খাতুন, বাল্য বিবাহের শিকার মোছাঃ মৌসুমী আক্তার প্রমুখ। । অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সমাজ উন্নয়ন প্রশিক্ষণ কেন্দ্রের প্রকল্প সমন্বয়কারী মিরাজ উদ্দিন তালুকদার, গার্ল পাওয়ার প্রকল্পের টেকনিক্যাল অফিসার মোছাঃ তাজদিদা বেগম, আরিফ ইফতিখার মান্নান, মোঃ শরিফুল ইসলাম, মঞ্জুয়ারা বেগমসহ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও সদস্য, সাংবাদিক, সুশিল সমাজের নেতৃবৃন্দ, নিকাহ রেজিষ্ট্রার, ইমাম, পুরোহিত এবং ইউনিয়ন বালিকা ও যুব নারী ফোরামের সদস্য, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীগণ উপস্থিত ছিলেন।