
বীরগঞ্জ প্রতিদিন : বীরগঞ্জ এডিপি-ওর্য়াল্ড ভিশন বাংলাদেশ প্রতি বারের মত এবারও রবিবার সকালে ৭৫টি অতিদরিদ্র পরিবারের মাঝে শীতকালিন সবজির বীজ বিতরন করে। প্রতি পরিবারে ছয় প্রকারের বীজ (মিষ্টি কুমড়া, পুইশাক, লাল শাক, ডাটা, ঝিংগা, চিচিংগা) এবং সবজির বেড ঘেরার জন্য এক কেজি ওজন পরিমান নাইলনে জাল দেয়া হয়। সকল প্রকার বীজ লাল তীর সীড লি: সরবরাহ করেছে। বীজ বিতরনের মূল উদ্দেশ্য হচ্ছে অতিদরিদ্র পরিবারের পুষ্টির চাহিদা পূরণ করে অতিরিক্ত সবজি বিক্রি করে পরিবারের আয় বাড়ানো যা দিয়ে তারা ছেলেমেয়েদের পড়াশুনা, জামাকাপড় ইত্যাদির খরচ চালাতে পারে। এ মহৎ কাজের জন্য বীরগঞ্জ এডিপি প্রায় ৯৮ হাজার টাকা খরচ করে। বীরগঞ্জ এডিপি আশা করে বসতভিটায় সবজির বাগান করে একদিকে যেমন পরিবারগুলো পুষ্টির চাহিদা পূরণ করে বাড়তি আয় করবে অন্যদিকে বসত ভিটার পতিত জায়গা উৎপাদনের আওতায় নিয়ে আসবে।