
বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি : বীরগঞ্জে শীতার্ত সানি মুর্মুর পাশে পলস্নী সমাজের সদস্যবৃন্দ।
ঋতু চক্রের খেলায় প্রতি বছরে শীতের আগমন ঘটে। আর এই শীতের আগমনে এক অনেকেই মেতে উঠে পিঠা এবং বনভোজনের উৎসবে। কিন্তু শীতের তীব্রতায় ভিন্ন চিত্র হতদরিদ্র ছিন্নমুল মানুষগুলির পরিবারে। সমাজের কোন দানশীল ব্যক্তি কিংবা প্রতিষ্ঠানের কাছ থেকে গরম কাপড় পেলে আনন্দে মেতে উঠে তারা।
উপজেলার সাতোর ইউনিয়নের সাতোর ইউনিয়নের ২৫ নং পল্লী সামজের সদস্য সানি মুর্মু ৩ বছরের শিশুকে নিয়ে শীতে কষ্টের মাঝে কেটে যাচ্ছে দিন । সানির স্বামী মোটাই সরেন তাদের খবর রাখেনা। তাঁদের কষ্টে পাশে এসে দাঁড়ায় ব্র্যাক। শীতার্ত সানি ও তার শিশু সমত্মানের শীত নিবারণের জন্য ব্র্যাক কম্বল প্রদান করেন।