
মোঃ আবেদ আলী বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধিঃ বীরগঞ্জে শীতের তীব্রতায় কাপছে মানুষ : পুরাতন গড়ম কাপর কেনার হিরিক পড়েছে।
বীরগঞ্জ, ভারতের সীমান্ত এলাকা হিমালয়ের পাদদেশ উত্তর জনপদের দিনাজপুর জেলার অন্যতম একটি বানিজ্যিক উপজেলা। ব্যবসা-বানিজ্য, শিক্ষা-সাংস্কৃতি, কৃষি ও প্রযুক্তিতে এগিয়ে থাকা এই উপজেলার মেধাবী শিক্ষার্থীরা দেশের উচু পর্যায়ে অবদান রেখেছে। শিক্ষা-সাংস্কৃতিতে, খেলাধুলায় সবসময় এগিয়ে থাকা ছেলে-মেয়েদের উপর মারাত্বক প্রভাব ফেলছে শীতের তীব্রতা।
বিশাল জনগোষ্ঠীর ঘোরাটোপে আবদ্ধ এ উপজেলায় শিবরামপুর, পলাশবাড়ী, শতগ্রাম, পাল্টাপুর, সুজালপুর, নিজপাড়া, মোহম্মদপুর, ভোগনগর, সাতোর, মোহনপুর, মরিচা সহ ১১টি ইউনিয়ন ও বীরগঞ্জ পৌরসভা। এ জনপদে সমগ্র জনগনই মূলত অনগ্রসর ও দরিদ্র। এখানে নেই শিল্প কারখানা, হাতে গোনা কিছু সংখ্যক ভূস্বামী, ব্যবসায়ী, চাকুরীজীবি ছাড়া যাদের এখানে বসবাস তারা হয় নিম্ন বিত্ত না হয় খেটে খাওয়া মানুষ। প্রতি নিয়ত জীবনের সঙ্গে যুদ্ধ করে কোন রকমে এদের বেচে থাকা মাত্র। শীতের নগ্ন থাবা সমগ্র উপজেলার মানুষকে আলোক লতার মত জড়িয়ে রেখেছে যা কিনা এখানকার জনগনের কাছে গোদের উপর বিষ ফোঁড়ার মত।
হেমন্তের বিদায় লগ্নে পৌষ ও মাঘ দুই মাস শীতকাল হাজির হচ্ছে যেন দ্যৈতের মত। কাত্তিক ও অগ্রহায়ন শীতের বার্তা নিয়ে আসে প্রতি বছর এবারও ঠিক এমোনটিই ঘটেছে। শীতকাল আসতে কয়েক দিন বাকী থাকলেও উত্তরের হিমেল হাওয়ায় ও ঘন কুয়াশায় কাতর এই এলাকার মানুষ গরম কাপরের সন্ধানে ফিরছে দরিদ্র নিম্নবৃত্ত ও খেটে খাওয়া মানুষ। সকাল থেকে দিন ব্যাপী পুড়াতন গরম কাপরের দোকান গুলোতে ভিড় করছে তারা। প্রিয়জন ও নাতী-নাতনী, ছেলে-মেয়ে, ভাই-বোন, মা-বাবা, শশুড়-শাশুড়ী, নানা-নানী ও দাদা-দাদীর জন্য গরম কাপর কিনছে।
শিশু, বালক-বালিকা, যুবক-যুবতীদের শীতের কাপর নিম্নে ১শত টাকা উর্দ্ধে ৩শত টাকা থেকে ৭-৮শত টাকায় বিক্রি হচ্ছে। পলী গ্রাম থেকে এ বাজারে গরম কাপর কিনতে আসা একজন যুবা মহিলা শাহানাজ পারভীন জানান শিশু সন্তানদের জন্য কয়েকটি গরম কাপর কিনেছেন। অতিতের চেয়ে কম মুল্যে গরম কাপর কিনতে পেরেছি এ জন্য আমাকে আনন্দ লাগছে। পুরাতন গরম কাপর না থাকলে আমাদের মত গরীবের শীতে যে কি হদো তা আলাই ভাল বলতে পারেবেন।
পুরাতন কাপর ব্যাবসায়ী মছির উদ্দিন জানান মানুষ এখন অনেক সচেতন বেশী দামা-দামী করতে হচ্ছে না। গরম কাপড়ের দাম চাইতেই অল্প ব্যবধানে পুরাতন গরম কাপর ক্রয় করে নিয়ে যাচ্ছে। ব্যবসা করে বর্তমান বাজারে বেশ ভালই মুনাফা হচ্ছে। আর এ মুনাফা দিয়ে সংসারে ৪-৫জন সদস্যের ডাল-ভাত হয়ে গরীব হিসেবে ছেলে-মেয়ের লেখাপড়ার খরচ হয়ে যায়।