বুধবার ২৭ সেপ্টেম্বর ২০২৩ ১২ই আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ

বীরগঞ্জে শীতে অসুস্থ্য ৮ শিশু হাসপাতালে

Sisuমোঃ আবেদ আলী, বীরগঞ্জ : বীরগঞ্জে শীতে অসুস্থ্য হয়ে গত শুক্রবার জমজ ভাই-বোনসহ ৮ শিশু হাসপাতালে ভর্তি হয়েছে।

দেশ জুড়ে বেশ কয়েক দিন ধরে চলছে শৈত্য প্রবাহ। প্রচন্ড ঠান্ডায় কাতর মানুষ সহ গবাদি পশু। বিশেষ করে শিশু ও বৃদ্ধদের অবস্থা বেশ নাজুক। প্রচন্ড শীতে ডাইরিয়া ও নিউমুনিয়ায় আক্রান্ত হয়ে এপর্যন্ত পেৌর সভা সহ ১১টি ইউনিয়নের ৮জন শিশু হাসপাতালে ভর্তি হয়েছে। উপজেলা স্বাস্থ্য কমপ্লে­ক্সে সূত্রে জানা যায়, উপজেলা সুজালপুর ইউনিয়নের চাকাই গ্রামের সিদ্দিক হোসেনের ৩ মাসের জমজ সন্তান মাহিন ও মোহনা, একই গ্রামের কামরুল ইসলামের ৪ মাসের শিশু পুত্র রশিদুল, দৌলতপুর গ্রামের মোজাম্মেল হকের ৭ মাসের শিশু পুত্র বোরহান, নিজপাড়া ইউনিয়নের নিজপাড়া গ্রামের আজাহারের ১৫ মাসের শিশু পুত্র সিয়াম, বলরাপুর গ্রামের মফিজুরেরর ৪মাসের শিশু পুত্র মারওয়া, রামপুর গ্রামের রফিকুলের ৬ মাসের শিশু পুত্র রাবিব ও মোহনপুর ইউনিয়নের দক্ষিন পলাশবাড়ী (খদ্দপাড়া) গ্রামের নজরুল ইসলামের ৮ মাসের কন্যা নাজমা শীত জনিত রোগে আক্রান্ত হয়ে স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়েছে।

এ ব্যাপারে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডা.আবু সাঈদ মো. রফিকুজ্জামান জানান, শীতের প্রকোপ বেড়ে যাওয়ায় ও মায়েদের অসাবধানতার কারনে ডাইরিয়া ও নিউমুনিয়া ব্যাপক হারে বৃদ্ধি পেয়েছে। সরকারী পর্যাপ্ত ওষুধ সরবরাহ রয়েছে গ্রামে গ্রামে ইউনিয়ন স্বাস্থ্য সহকারী প্রাথমিকভাবে চিকিৎসা দিচ্ছে। প্রয়োজনে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এনে চিকিৎসা দেওয়া হচ্ছে।

Spread the love